Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ত্রসহ চার অপহরণকারী আটক

হোসেনপুর (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২০, ১২:০২ এএম

কিশোরগঞ্জের হোসেনপুরে ডাক্তার সেজে করোনার ভ্যাকসিন দেয়ার কথা বলে ফিল্মি কায়দায় চাচা ভাতিজি অপহরণের ১ দিন পর আন্তঃজেলা অপহরণ চক্রের ৪ সদস্যকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে হোসেনপুর থানা পুলিশ।
গত শুক্রবার রাতে অপহৃতদের উদ্বার করার পর তাদের দেয়া তথ্য ও মোবাইল ট্রেকিং করে অপহরণকারীদের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মো. বছির আহম্মেদ (৪৫), মো. সাহেদ ভূঁইয়া (৩৫), মো. রাজন মিয়া (৩৩), আরিফ মাহম্মদ (৩৭) কে আটক করা হয়। এ সময় তাদের সাথে অপহরণ কাজে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, অ্যাম্বুল্যেন্স, মোটর সাইকেল, ও দেশীয় অস্ত্র পাওয়া যায়। গত বৃহস্পতিবার রাতে হোসেনপুর পৌর সদরের নগর আড়াইবাড়িয়া গ্রামের বাসিন্দা মোছা. রিয়া আক্তার (১১) ও তার চাচা মো. মফিজ মিয়া (৪০) কে অপহরণ করে মুক্তিপণ দাবি করে এই চক্রটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অপহরণকারী-আটক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ