মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এক নিরপরাধী কৃষ্ণাঙ্গ ব্যক্তির বাড়ির দরজা ভাঙ্গায় তিনজন তরুণ কর্মকর্তাকে সাময়িক ভাবে বহিষ্কার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের নাসভিলেতে এ ঘটনা ঘটেছে। নাসভিলের মেট্রো পুলিশ প্রধান জন ড্রেক এই ঘটনার পুরোপুরি তদন্তের নির্দেশ জানিয়েছেন। তিনি বলেন যে বাড়ির দরজা ভাঙ্গা হয়েছে কিন্তু ওই পরিবারকে দরজা খোলার জন্য আরেকটু সময় দেওয়ার দরকার ছিলো এবং এ বিষয়ে আরো সতর্ক থাকা উচিত ছিলো। ড্রেক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ওই পরিবারের সাথে যা করা হয়েছে তার জন্য শাস্তি হওয়া উচিত। নাশভিলের পাবলিক হাউজ এজেন্সির ডাটাবেজ থেকে জানা যায়, ১৬ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গের বাড়ির খোঁজ করছিল তারা। তবে ওই বাড়ি সম্পর্কিত ডাটা ২০১৮ সালের পর আর আপডেট করা হয়নি। ড্রেক বলেন, ওই বাড়িতে থাকা নারীকে দরজা খোলার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। এক গাড়ির চুরির বিষয় নিয়ে ওই বাড়িতে রেইড চালানো হয়। ইয়াহু নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।