Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ইউএফওর দেখা পাওয়ার দাবি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২০, ১২:০২ এএম


আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট বা অশনাক্ত উড়ন্ত বস্তু নিয়ে দীর্ঘদিন থেকে চলা জল্পনা ও বিতর্কের মধ্যে এ বার আরো জোরদার হয়েছে ভিনগ্রহীদের অস্তিত্ব তত্ত¡। কারণ, রুশ নভোচারী ইভান ভাগনের দাবি করেছেন তার ক্যামেরায় ধরা পড়েছে ইউএফও। জানা গেছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বসে গত এপ্রিল ইভান এমন রহস্যজনক বস্তুর সাক্ষাৎ পেয়েছেন। যেটিকে ভিনগ্রহী যান বলেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ওই রুশ নভোচারীর ইঙ্গিত, তার দেখা রহস্যজনক বস্তুটি আসলে ভিনগ্রহী ‘মহাকাশ অতিথিদের যান। আর সেই দৃশ্য দেখার পরই ক্যামেরাবন্দিও করেছেন ইভান ভাগনের। বিশ্লেষণের জন্য সেই ভিডিও ফুটেজ পাঠানো হয়েছে রুশ গবেষণাগারে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ইউএফওর দেখা পাওয়ার দাবি নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস। সংস্থাটি বলছে , এটি সম্পর্কে নিশ্চিতভাবে মন্তব্য করার সময় এখনও আসেনি। ইন্ডিয়া টাইমস।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ