মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আগামী ৩রা নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। সাধারণত, নির্বাচনের ফল দিনশেষে রাতেই স্পষ্ট হতে থাকে। কিন্তু এবার নির্বাচনের ফল বিলম্বিত হবে। এই বিলম্ব কয়েক সপ্তাহ, কয়েক মাস হতে পারে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার করোনা ভাইরাসের কারণে নির্বাচনের ফলগুলো যাবে পোস্ট অফিস এবং স্থানীয় নির্বাচনী সংস্থাগুলোতে। এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন ট্রাম্প। বলেছেন, নির্বাচনের রাতে ফল নাও পাওয়া যেতে পারে। রক্ষণশীল গ্রæপ কাউন্সিল অব ন্যাশনাল পলিসিতে দেয়া এক ভাষণে তিনি বলেন, ৩রা নভেম্বরে নির্বাচনের ফল কখনো গণনা নাও হতে পারে। আমার মতে, আপনারা এই নির্বাচনের শেষটা কয়েক সপ্তাহ, মাস অথবা কখনোই জানতে পারবেন না। বার্তা সংস্থা এএফপিকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় ৫ কোটি ভোট পড়বে মেইল ব্যবস্থায় এমনটা আশা করা হয়। করোনার কারণে মেইলে ভোট নেয়ার ওপর জোর দেয়া হয়েছে। এ নিয়েই রাজনৈতিক উদ্বেগ দেখা দিয়েছে। এনডিটিভি, এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।