রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা
পটুয়াখালীর কলাপাড়ায় ঘুমন্ত এক কিশোরীকে এসিড নিক্ষেপ করে মুখমন্ডলসহ শরীর ঝলসে দেয়া হয়েছে। উপজেলার লালুয়া ইউনিয়নের ১১ নং হাওলা গ্রামে শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। শনিবার সকালে কিশোরী জুলিয়া বেগম (১৫)-কে চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মো. নুরসাঈদ ওরফে নুরু (৩৫) নামে এক যুবককে আটক করেছে। জানা যায়, প্রতিদিনের মত শুক্রবার রাতের খাবার খেয়ে বাড়ীর দোতালায় কিশোরী জুলিয়া বেগম ঘুমিয়ে পড়ে। গভীর রাতে দোতালার জ্বানালা দিয়ে ওই কিশোরীকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করা হয়। এতে ওই কিশোরীর মুখমন্ডল সহ শরীর ঝলসে যায়। এসিড দগ্ধ জুলিয়ার মা শিরিন বেগম জানান, রাতে সবাই ঘুমিয়ে ছিল। হঠাৎ তার চিৎকারে ঘরের লোকজন জেগে ওঠে। তবে কে বা কারা তার কিশোরী মেয়ের উপর এসিড নিক্ষেপ করেছে তা নিশ্চিত করে বলতে পারেনি। তবে একই এলাকার নুরসাঈদ ওরফে নুরু জুলিয়াকে দীর্ঘ দিন ধরে উত্যক্ত করে আসছিল বলে তিনি জানান। এসিডদগ্ধ জুলিয়া জানান, রাতের খাবার খেয়ে আমি ঘুমিয়ে ছিলাম। হঠাৎ শরীরে অসম্ভব যন্ত্রনা অনুভব করি। যন্ত্রনা লাঘবে রাতভর আমার শরীরের দগ্ধ স্থানে পানি ঢেলে দিয়েছে। কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা: জেএইচ খান লেলিন জানান, জুলিয়ার কপালের বাম পার্শ্বে এবং বাম হাতের বিভিন্ন অংশ এসিডে ঝলসে গেছে। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষন ও চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। লালুয়া ইউপি চেয়ারম্যান মীর তারিকুজ্জামান তারা জানান, এ খবর শোনার পরই আমি ওই কিশোরীকে দেখতে হাসপাতালে গিয়ে ছিলাম। বিষয়টি অমানবিক। যে এ কাজটি করেছে তার শাস্তি হওয়া দারকার বলে তিনি মন্তব্য করেন। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম শাহনেওয়াজ জানান, পুলিশ এ ঘটনায় নুরসাঈদ ওরফে নুরু নামের এক যুবককে শনিবার দুপরে গ্রেফতার করেছে। এ বিষয়ে ওই কিশোরীর পিতা মো.জাফর রাজা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।