মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ক্যালিফোর্নিয়ার দাবানলে নেভাতে অষ্ট্রেলিয়া ও কানাডার কাছে সহায়তা চাইলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। বৃহস্পতিবার থেকে উত্তর ক্যালিফোর্নিয়ায় বজ্রপাত থেকে সৃষ্ট দাবানলে পুড়ছে হাজারো একর জমি, বসতি ছেড়েছেন সেখানকার লাখো বাসিন্দা। রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। –এএফপি, সিএনএন
প্রায় ১২ হাজার দমকমল কর্মী হেলিকপ্টার ও এয়ার ট্যাঙ্কার নিয়ে দাবানল নিয়ন্ত্রণে ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছেন। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম দাবানল মোকাবেলায় অষ্ট্রেলিয়া ও কানাডার সাহায্য চেয়েছেন এবং ট্রাম্প প্রশাসনের কাছে এটাকে ‘জাতীয় দুর্যোগ’ ঘোষণা করার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, দাবানলের তীব্রতা আমাদের বাহিনী ও সরঞ্জামের ওপর চাপ সৃষ্টি করছে। নতুন করে কোথাও ইউনিট পাঠানো সম্ভব হচ্ছে না।এদিকে অরেগন, নিউ মেক্সিকো, টেক্সাসসহ অন্যান্য অঙ্গরাজ্য দমকল কর্মী ও ফায়ার ইঞ্জিন পাঠানোর কথা জানিয়েছে। ইতোমধ্যেই ৯ লাখ ১৫ হাজার একরের বেশি এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে আগুন।
পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা গত কয়েক দিনে ক্যালিফোর্নিয়ায় (১৩০ ডিগ্রী বা প্রায় ৫৫ ডিগ্রী সেলসিয়াসের সমান) রেকর্ড করা হয়েছে। কোভিড-১৯ এর সঙ্গেই দাবানলের এই দুর্যোগে প্রায় দিশেহারা হয়ে পড়েছেন অঙ্গরাজ্যের বাসিন্দারা। রাজ্যটিতে ৬ লাখের বেশি কোভিড রোগী শনাক্ত হয়েছেন। এ পরিস্থিতিতে অনেক বাসিন্দাই আশ্রয় কেন্দ্রে যেতে চাচ্ছেন না।
গত তিন দিনে ছেটো-বড় ১২ হাজারের বেশি বজ্রপাতে সৃষ্ট ৫৬০টি ছোট-বড় আগুনে নিয়ন্ত্রণে ৫০০টির বেশি ঘরবাড়ি পুড়ে গেছে। ৫জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৪৩জন দমকল কর্মী। এক লাখ ৭৫ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। আরও ১ লাখ বাসিন্দাকে সরিয়ে নেয়ার কাজ চলছে। আবহাওয়াবিদরা বলছেন, প্রচণ্ড বাতাস, তীব্র তাপদাহ এবং বাতাসে আর্দ্রতা অস্বাভাবিক হারে কমে যাওয়ায় আগুণ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।