Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে নদী পথে ডাকতির প্রস্তুতি, দলের সর্দার আটক

স্টাফ রিপোর্টার, সাভার | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২০, ৪:৫৩ পিএম
ঢাকার সাভারে নদী পথে ডাকতির প্রস্তুতিকালে ডাকাত দলের সর্দার মজিবুর রহমান ওরফে টিক্কা (৪২) কে আটক করেছে সাভার নৌ থানা পুলিশ। এসময় আরও কয়েকজন ডাকাত পালিয়ে গেছে।
 
শনিবার দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আমিন বাজার নৌ থানার পুলিশ পরিদর্শক আলমগীর শেখ। এর আগে শুক্রবার গভীর রাতে আমিনবাজার এলাকার তুরাগ নদীতে একটি ইঞ্জিন চালিত ট্রলারে করে ডাকাতির প্রস্তুতিকালে তাকে আটক করা হয়।
আটক মজিবুর রহমান ওরফে টিক্কা বরগুনা জেলার গাববাড়িয়া এলাকার মুনসুর আকন্দের ছেলে। সে সংঘবদ্ধ ডাকাত দল তৈরি করে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিলো। 
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের তুরাগ নদীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি ইঞ্জিন চালিত ট্রলারে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় সাভার নৌ পুলিশের একটি টিমের ট্রলা্র দেখে ডাকাতরা তাদের ট্রলারের গতি বাড়িয়ে দিয়ে চালাতে থাকে। প্রায় ১ ঘন্টা তাদের ধাওয়া করে পুলিশ|। পরে ফুটনগর এলাকায় পৌছলে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। এতে ভয়ে ডাকাতরা পানিতে লাফিয়ে পড়ে পালানোর সময় এদের দলনেতাকে আটক করে পুলিশ। এসময় তাদের ট্রলারটি জব্দ করে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র চাপাতি, ছুড়ি ও দা উদ্ধার করা হয়।
আমিবাজার নৌ থানার পুলিশ পরিদর্শক আলমগীর শেখ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মজিবুর রহমান ওরফে টিক্কা ডাকাতির কথা স্বীকার করেছে। তারা মুলত নৌপথে বিভিন্ন নৌকায় ডাকাতি করে। আবার সুযোগ পেলে নদীর তীরের বাসা বাড়িতেও ডাকাতি করে। সে কয়েকজনের নাম প্রকাশ করেছে। আমাদের অভিযান সম্পন্ন হলে তাদের নাম প্রকাশ করা হবে। আটকের বিরুদ্ধে মামলা দায়ের করে সাভার মডেল থানায় হস্তান্তর করা হবে বলেও জানান ।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ