Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জঙ্গি ও সন্ত্রাসবাদবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন

প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সম্মিলিতভাবে জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। গতকাল শনিবার দুপুর ১২টায় নান্দাইল উপজেলা সদরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশ ডাকবাংলো প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সমাবেশ ও বিক্ষোভ মিছিলের পর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক, সংসদ সদস্য মোঃ আনোয়রুল আবেদীন খান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এম এ সিদ্দিক, এড. শ্যামল কুমার গাঙ্গুলী, এড. আব্দুল আহাদ, শ্রমিকলীগ আহ্বায়ক গোলাম মোস্তফা সরকার, কৃষক লীগের আহ্বায়ক সাইদুর রহমান মন্টু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম ফকির ফয়সাল প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জঙ্গি ও সন্ত্রাসবাদবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ