Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাবার সামনেই বাসের নিচে পিষে গেল সন্তান

২৪ ঘণ্টায় এক পরিবারের চারজনসহ নিহত ১৩

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২০, ১১:৫৯ পিএম

ছোট্ট শিশু রামীম। দুষ্টুমি আর দুরন্তপনায় মাতিয়ে রাখতো পরিবারকে। প্রায়ই তার বাবা রমজান আলীর সাথে দোকানে ঘুরতে যেত সে। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে তার বাবার সঙ্গে ত্রিশালের রাগামারা নামক স্থানে দোকানে যায়। খেলার ছলে দোকান থেকে মাত্র দশ হাত দূরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এসে পড়ে। এ সময় দ্রæতগামী এক বাস তাকে পিষে যায়। এতে ঘটনাস্থলেই নিথর হয়ে যায় দুরন্ত রামীম। চোখের সামনে আদরের সন্তানের এমন মৃত্যুতে বাকরুদ্ধ বাবা রমজান। এছাড়া গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে এক পরিবারের ৪ জনসহ দেশের বিভিন্ন স্থানে ১৩ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ১০ জন।
টাঙ্গাইল : টাঙ্গাইলে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। গতকাল দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ভূঞাপুর উপজেলার ভদ্রশিমুল দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল আমিন, তার স্ত্রী কুকাদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. শিউলী খাতুন, মা সালেহা ও বাবা সোহরাব। এ ঘটনায় আহত তার বোন হাজেরাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা অটোরিকশার যাত্রী ছিলেন।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. কামাল হোনে জানান, সিএনজিচালিত অটোরিকশাটি মহাসড়কের রাবনা বাইপাস এলাকা পার হওয়ার সময় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে গুরুতর আহত অবস্থায় অটোরিকশার চালকসহ ছয়জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়। বাকি একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জ : ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল ও গত বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, সিরাজগঞ্জে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আব্দুল জব্বার (৩২) নামে পিকআপভ্যান মালিক এবং আকতার হোসেন (৩৫) নামে চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ-নলকা চারলেন মহাসড়কের সদর উপজেলার শিলন্দা নামক স্থানে এদুর্ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে পৃথক হাসপাতালে তাদের মৃত্যু হয় বলে জানা গেছে। নিহত আব্দুল জব্বার রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের বাসুদেবকোল গ্রামের হাসন আলীর ছেলে। তিনি ওই পিকআপ ভ্যানের মালিক। নিহত অপরজন আকতার হোসেন একই ইউনিয়নের চক গোবিন্দপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি আব্দুল জব্বারের ভায়রা ভাই ও পিকআপ ভ্যানচালক ছিলেন।
সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের পিকআপ ভ্যানে করে নলকার দিকে যাচ্ছিলেন আব্দুল জব্বার। গাড়ি চালাচ্ছিলেন তার ভায়রা ভাই আকতার হোসেন। গাড়িটি শিলন্দা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নিউ সোনার মদিনা নামক একটি বাসের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আব্দুল জব্বার ও আকতার হোসেন গুরুতর আহত হন। রাতেই চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এদিকে, বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের সলংগা থানার দাদপুর নামকস্থানে কাভার্ড ভ্যানচাপায় নাঈম ইসলাম (১০) নামে এক শিশু স্কুলছাত্র নিহত হয়েছে। সে দাদপুর রায়ের পাড়ার সোহরাব হোসেনের ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক শহিদুল ইসলামকে (৪০) গ্রেফতার করা হয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি নূরনবী প্রধান জানান, শুক্রবার দুপুরে দাদপুর জিআর কলেজের সামনে মহাসড়ক পার হচ্ছিল শিশু নাঈম। এ সময় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং কাভার্ড ভ্যানসহ ওই চালককে গ্রেফতার করে। সে ময়মনসিংহের ভালুকা উপজেলার বাটাচোর গ্রামের খসরুর ছেলে।
চট্টগ্রাম : নগরীর কর্ণফুলী থানার মইজ্জারটেকে গতকাল শুক্রবার মিনিবাসের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহত তৌহিদুল ইসলাম (২০) পটিয়ার শান্তির হাট এলাকার মো ইউসুফের পুত্র। পুলিশ জানায়, বেলা দেড়টায় রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দ্রæতগতির মিনিবাসটি তাকে ধাক্কা দেয়। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। বাসটি আটক করা হয়েছে।
ময়মনসিংহ : ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় একশিশু নিহত হয়েছেন। শুক্রবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালের রাগামারা এবং ভালুকার আমতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ত্রিশালের রমজান আলীর ছেলে রামীম (৬)
নোয়াখালী : কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নে সিএনজি চাপায় মো. সাফায়েত হোসেন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালক গুরুতর আহত হয়েছেন। গতকাল দুপুরে নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাফায়েত চরকাঁকড়া ৬নং ওয়ার্ডের আনোয়ার হোসেনের ছেলে। আহত চালকের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ীর পাশের রাস্তায় খেলছিল সাফায়েত। সাড়ে ১২টার দিকে নতুন বাজার এলাকায় হঠাৎ করে রাস্তার ওপর দিয়ে দৌঁড় দেয় সাফায়েত। এসময় একটি দ্রæত গতির এক সিএনজি তাকে চাপায় দিয়ে উল্টে ধুমড়েমুছড়ে যায়। এতে সিএনজি চাপায় সাফায়েত ও চালক গুরুত্বর আহত হয়। আহত সাফায়েতকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার : কক্সবাজারের রামুতে ইউনিক পরিবহনের যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার জোয়ারিয়ানালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাড়ির নিচে চাপা পড়ে থাকা আরও যাত্রীদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা। সন্ধ্যা সাড়ে ৭টা এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছিল। নিহতদের মধ্যে জেসমিন আকতার (৩৫) নামে একজনের পরিচয় মিলেছে। তিনি চকরিয়ার মোহাম্মদ আবদুল্লাহর স্ত্রী। জোয়ারিয়ানালা ইউনিয়নের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স বলেন, কক্সবাজার অভিমুখী ইউনিক পরিবহনের বাসটি চলন্ত অবস্থায় জোয়ারিয়ানালা বর্মাপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে চাপা পড়ে দুজন ঘটনাস্থলেই নিহত হন। নিহত নারীর নাম জানা গেলেও তাৎক্ষণিক অপর নিহতের পরিচয় পাওয়া যায়নি। তিনি জানান, এ ঘটনায় কয়েকজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মাঝেও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ভালুকা (ময়মনসিংহ) : ময়মনসিংহের ভালুকায় গতকাল সাড়ে ১১ টার দিকে কাভার্ডভ্যান চাপায় বাইসাইকেল আরোহী নিহত হয় । সূত্রে জানা যায়,ঘটনার সময় উপজেলার সিডষ্টোর উত্তর বাজার এতিমখানার পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইউটার্ন করার সময় ঢাকা গামী অজ্ঞাত গাড়ির চাপায় ঘটনা স্থলেই কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার কুড়িমারা গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. হানিফ নিহত হয় । সে হবিরবাড়ী এলাকার আমিনুল মৃধার বাড়ীতে ভাড়া থেকে ওই এলাকার বিভিন্ন জায়গায় রাজমিস্ত্রীর কাজ করতেন।

 



 

Show all comments
  • Moshtafa Ahmed ২২ আগস্ট, ২০২০, ৪:০০ এএম says : 0
    ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
    Total Reply(0) Reply
  • মোঃ আহাদুজ্জামান ২২ আগস্ট, ২০২০, ৪:০১ এএম says : 0
    আবার শুরু !
    Total Reply(0) Reply
  • মোঃ আহাদুজ্জামান ২২ আগস্ট, ২০২০, ৪:০২ এএম says : 0
    ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ ভােইটকে শোক সইবার শক্তি দিন।
    Total Reply(0) Reply
  • তাসফিয়া আসিফা ২২ আগস্ট, ২০২০, ৪:০৩ এএম says : 0
    বাবার সামনের সন্তানের প্রাণহানি কতটা কষ্টের। আল্লাহ তুমি দয়া কর।
    Total Reply(0) Reply
  • জাহিদ খান ২২ আগস্ট, ২০২০, ৪:০৩ এএম says : 0
    গাড়ির বেপরোয়া তাণ্ডব আবার শুরু হয়েছে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ