মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মাছ ধরতে ছিপের মাধ্যমে টোপ ফেলে মানুষ। মাছ খাওয়ার জন্য ঠিক সেই কাজই করল একটি পাখি। নেচার হাব নামের একটি টুইটার হ্যান্ডল থেকে সম্প্রতি শেয়ার করা হয়েছে এই ঘটনার ভিডিও। তারপরেই এটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভিডিওাতে দেখা যায়, মুখে এক টুকরো খাবার নিয়ে জলাশয়ের ধারে বসে আছে একটি পাখি। মুখের খাবারটি সে পানিতে ফেলল। সেই খাবার দেখে জলাশয়ের মাছরা এল। কিন্তু মাছদের আকার বড় দেখে ফের ঠোঁটে করে সেই খাবার তুলে নিল পাখিটি। এর পর আবার খাবারটি পানিতে ফেলল। সেটি দেখে একটা ছোট মাছ আসতেই, মাছটিকে নিজের দুই ঠৌঁট দিয়ে ধরে ফেলে পাখিটি। ভিডিওটি ইতিমধ্যেই দেখা হয়েছে দেড় লাখ বার। এক হাজারেরও বেশি ইউজার ওই পাখির চালাকি নিয়ে নিজেদের মন্তব্য জানিয়েছেন। সূত্র : টাইমস নাউ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।