Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাবেক ফুটবলার বাবলু করোনায় আক্রান্ত

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২০, ৭:৫৫ পিএম

আবদুল গাফফার ও বাদল রায়ের পর এবার প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত আরেক সাবেক তারকা ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু। জ্বর ও হালকা কাশি থাকায় ২০ আগস্ট সকালে করোনা পরীক্ষা করিয়েছিলেন সাবেক ফুটবলারদের সংগঠন সোনালি অতীত ক্লাবের সভাপতি ও বাফুফের সাবেক এই সদস্য। সন্ধ্যায় রিপোর্ট হাতে পেয়ে জেনেছেন তার করোনা পজিটিভ। বাবলু বর্তমানে চিকিৎসকের পরামর্শে নিজ বাড়িতেই আছেন। তার সঙ্গে শুক্রবার যোগাযোগ করা হলে বাবলু বলেন,‘আমি আসলে ডাক্তার ফ্যামিলির সদস্য। জ্বর ও কাশি থাকায় বাসা থেকে নমুনা নিয়ে পরীক্ষা করিয়েছিলেন আমার ডাক্তার ভাই। এখন আমি বাসাতেই ওষুধ খাচ্ছি এবং নিয়ম মেনে চলছি। কোনো সমস্যা নেই। আশা করি, দ্রুত সুস্থ হয়ে উঠবো। সবাই দোয়া করবেন।’ এর আগে আক্রান্ত সাবেক দুই ফুটবলারের মধ্যে গাফফার করোনামুক্ত হয়েছেন। অন্য দিকে বাদল রায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসাধীন আছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ