নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা চলতি বছরের ১৭ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে তা স্থগিত করেছিল এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ)। তবে জট খুলেছে এই টুর্নামেন্টের। এএইচএফ এশিয়ার মর্যাদার টুর্নামেন্টটি আগামী বছরের মার্চে ঢাকায় আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। নতুন দিনক্ষণ অনুযায়ী ২০২১ সালের ১১ থেকে ১৯ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা। গত সপ্তাহে এএইচএফ প্রস্তাব আকারে নতুন দিনক্ষণের কথা বাংলাদেশ হকি ফেডারেশনকে (বাহফে) জানিয়েছিল। বাহফে রাজি থাকায় ওই তারিখই চূড়ান্ত করেছে এএইচএফ। শুক্রবার বাহফে সুত্রে এ তথ্য জানা যায়। এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের নতুন দিনক্ষণ আন্তর্জাতিক হকি ফেডারেশন অনুমোদন করেছে বলে এএইচএফের অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। ২০১১ সাল থেকে অনুষ্ঠিত হওয়া এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে এশিয়ার সেরা ৬ টি দল। যার মধ্যে বাংলাদেশের নাম নেই। কিন্তু আয়োজক হওয়ার সুবাদে এই প্রথম টুর্নামেন্টে অভিষেক হতে যাচ্ছে লাল-সবুজদের।
এবারের পুুরুষ এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, জাপান, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া। ২০১৮ সালে ওমানে সর্বশেষ আসরের ফাইনাল ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে পাকিস্তান ও ভারতকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।