Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাপানে স্থাপন করা হচ্ছে ‘স্বচ্ছ কাচের’ পাবলিক টয়লেট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২০, ৭:৪০ পিএম

জাপানের রাজধানী টোকিওর সবচেয়ে জনপ্রিয় পর্যটন এলাকায় এরইমধ্যে এ ধরনের দুটি টয়লেট বসানো হয়েছে। টয়লেটগুলোর দেয়ালগুলো স্বচ্ছ হলেও কেউ ভেতরে প্রবেশ করলে তা স্বয়ংক্রিয়ভাবে অস্পষ্ট ও ঝাপসা হয়ে যায়। তবে বের হওয়ার পরই বাইরে থেকে দেখা যাবে টয়লেট পরিষ্কার কি-না।
টয়লেট দুটির ব্যাপারে নির্মাতা প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, টয়লেটগুলো উজ্জ্বল ও রঙিন আলোয় সজ্জিত। এর ভেতরে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং কেউ আছে কি-না তা আগেই জানা যাবে। আর রাতের বেলায় এর উজ্জ্বল ও রঙিন আলো পুরো পার্কের সৌন্দর্য বাড়িয়ে দেয়।
সৃজনশীল প্রকল্পের অংশ হিসেবে স্বচ্ছ গ্লাসের এই টয়লেট দুটি টয়লেট সম্পর্কে মানুষের ধারণাই বদলে দিয়েছে। টয়লেট দুটি ডিজাইন করেছেন প্রিজকার পুরস্কার পাওয়া স্থাপত্য ও নির্মাণ প্রতিষ্ঠান শিগেরু বান। এগুলো সুবিয়া শহরের ইয়োইয়োগি ফুকামাচি মিনি পার্ক ও হারু-নো-ওগায়া কমিউনিটি পার্কে স্থাপন করা হয়েছে। এতে পার্কে আগত মানুষের বিশেষ করে নারীদের নিরাপত্তা ও স্বাস্থ্যের দিকে গুরুত্ব দেয়া হয়েছে।
নান্দনিক ও একেবারেই আনকোরা ডিজাইনের এই টয়লেটগুলো ইতিমধ্যেই শহরের নতুন আকর্ষণে পরিণত হয়েছে। পাবলিক টয়লেট পরিচ্ছন্ন রাখতে জনগণকে বাধ্য করতে এটাই যথার্থ কৌশল হবে বলে দাবি করেছে নির্মাণ প্রতিষ্ঠান। সিএনএন।
ভবিষ্যতে জাপানের টয়লেটগুলো কেমন হবে এই দুটি টয়লেট তারই ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে বিশ্ববাসীর সামনে দেশটির প্রযুক্তিগত উন্নতির কথাও ঘোষণা করছে। তবে মাত্র মাসখানেক আগে বসানো নতুন এই টয়লেটের ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছে জাপানি জনগণ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ