বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বৈরি আবহাওয়ার কারণে মেঘনা নদীতে স্রোত বেড়ে যাওয়ায় ভোলা লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। জোয়ারের পানিতে ডুবে গেছে ফেরিতে উঠানামার এপ্রোচ সড়ক। এতে ফেরি চলাচল অর্ধেকে নেমে আসায় বৃহস্পতিবার ২০ আগস্ট পর্যন্ত দুইপাড়ে আটকা পড়েছে ৪ শতাধিক যানবাহন। দীর্ঘদিন আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছে পরিবহন শ্রমিকরা।
ভোলা লক্ষ্মীপুর ফেরি সার্ভিসের ম্যানেজার কে এম এমরান জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মেঘনা নদীতে জোয়ারের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজান থেকে নেমে আসা পানিতে সৃষ্টি হয়েছে প্রবল স্রোত। এতে ভোলা লক্ষ্মীপুর রুটের ফেরি চলাচলে অনেক সমস্যা দেখা দিয়েছে।
দিনে ১২টি ট্রিপের পরিবর্তে এখন ঝুঁকি নিয়ে ৬টি ট্রিপ দিচ্ছে। এছাড়া পাখা ভেঙে যাওয়ায় কৃষাণি নামের একটি ফেরি বন্ধ রয়েছে। মেরামতের জন্য ফেরিটি নারায়ণগঞ্জ পাঠানো হবে। ফলে ভোলার ইলিশা ও লক্ষ্মীপুরের মজু চৌধুরীর ঘাটে ৪ শতাধিক বাস ট্রাক আটকা পড়েছে। স্বাভাবিক সময়ে দিনে ৫শ’ গাড়ি পারাপার করলে তা এখন ২শ’ তে নেমে এসেছে। ফেরি কর্তৃপক্ষ জানিয়েছে একদিকে জোয়ারের কারনে পানি বৃধ্বি পেয়ে স্রোতের কারণে ফেরির উজানে উঠতে সমস্যা হচ্ছে। এতে ঝুঁকি ও সময় উভয় বেড়েছে। ওভার ফ্লোটিং এর কারনে ফেরী চলাচলে সমস্যা হচ্ছে।যার কারনে ফেরী চলাচল বন্ধ রয়েছে। অপরদিকে এক সপ্তাহের বেশি মময় ঘাটে আটকে থাকা পরিবহন শ্রমিকরা রয়েছে নানা দুর্ভোগে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।