Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ৭০ ভাগ করোনা শয্যা খালি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২০, ১২:০৪ এএম

চট্টগ্রামে ফাঁকা হয়ে যাচ্ছে করোনা হাসপাতাল। বেশির ভাগ রোগী বাসায় চিকিৎসা নিচ্ছেন। ফলে খালি পড়ে আছে সরকারি বেসরকারি হাসপাতালের ৭০ ভাগ করোনা শয্যা। আইসোলেশন সেন্টারগুলোও এখন রোগীশূন্য। গতকাল বৃহস্পতিবার হাসপাতালে করোনা রোগী ভর্তি ছিলেন ১৯৬ জন। বাসায় চিকিৎসা নিচ্ছেন ৮০৫ জন। চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, আইসিইউসহ বেশির ভাগ শয্যা এখন খালি। সংক্রমণ কমে আসছে। আবার জটিল কোন সমস্যা না হলেও আক্রান্তরা হাসপাতালে আসছেন না। ফলে শয্যা খালি থাকছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ৮০২ জনের নমুনা পরীক্ষায় ৯৭ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। বিগত ২৬ মার্চ থেকে এ পর্যন্ত চট্টগ্রামে সর্বমোট ৭০ হাজার ৯৯৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ১৬ হাজার ২১৫ জনের। তাদের মধ্যে ১১ হাজার ৪৮৮ জন পুরুষ এবং চার হাজার ৭২৭ জন মহিলা। গতকাল আরো দুই জনসহ এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৫৫ জন। হাসপাতালে সুস্থ হয়েছেন দুই হাজার ৬৯২ জন। বাসায় থেকে সুস্থ আরো আট হাজার ৪৫৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ ১১ হাজার ১৪৯ জন। সুস্থতার হার ৬৯ শতাংশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা-শয্যা-খালি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ