মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
হংকং-এর বিতর্কিত নিরাপত্তা আইন প্রণয়নের জেরে অঞ্চলটির সঙ্গে সন্দেহভাজন অপরাধী প্রত্যর্পণ চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ সংক্রান্ত ঘোষণায় বলা হয়েছে, বিতর্কিত ওই নিরাপত্তা আইন হংকং-এর মানুষের স্বাধীনতাকে চ‚র্ণ-বিচ‚র্ণ করে দিয়েছে। এর আগে গত মাসেই যুক্তরাষ্ট্রে হংকং-এর বিশেষ বাণিজ্যিক ও ক‚টনৈতিক মর্যাদা বাতিল করে ট্রাম্প প্রশাসন। টুইটারে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, চীনা কমিউনিস্ট পার্টি হংকং-এর মানুষের স্বাধীনতা ও স্বায়ত্তশাসনকে চ‚র্ণ-বিচ‚র্ণ করে দেওয়ার পথ বেছে নিয়েছে। ট্রাম্প প্রশাসনের এ পদক্ষেপের ব্যাপারে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চীনের কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে এর আগে একই ইস্যুতে হংকংয়ের সঙ্গে সন্দেহভাজন অপরাধী প্রত্যর্পণ চুক্তি বাতিল করায় যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছিল বেইজিং। গত ১ জুলাই থেকে স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের জন্য নতুন জাতীয় নিরাপত্তা আইন প্রবর্তন করে বেইজিং। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।