মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাস মহামারির কারণে চলছে না গণপরিবহন। অন্যদিকে ছেলের দশম শ্রেণির বোর্ড সাপ্লিমেন্টারি পরীক্ষা। যেভাবেই হোক পরীক্ষায় তাকে বসাতেই হবে, সেজন্য ছেলেকে নিয়ে সাইকেলে করে ১০৫ কিলোমিটার পথ পাড়ি দিলেন এক বাবা। এমন ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশে। মনে প্রশ্ন জাগতে পারে, এই করোনার মধ্যে পরীক্ষা কেন? মধ্যপ্রদেশ সরকারের ‘রুক জানা নেহি’ অভিযানের অংশ হিসেবে হচ্ছে এই পরীক্ষা। দশম ও দ্বাদশ শ্রেণির যে শিক্ষার্থীরা প্রথমবারে পাস করতে পারেনি, তাদের আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। সেই পরীক্ষাই শুরু হয়েছে। ৩৮ বছর বয়সী শোভারাম বলেন, ‘আমি শিক্ষিত নই, তবে পড়ালেখার গুরুত্ব বুঝতে পারি। আমি চাইনি আমার ছেলে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে না পেরে এক বছর নষ্ট করুক।’ তাই গণপরিবহন ও টাকা-পয়সা না থাকলেও শোভারাম তার ছেলে আশীষকে নিয়ে সাইকেলে করে ১০৫ কিলোমিটার দ‚রের পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সিদ্ধান্ত নেন। শোভারাম জানান, সোমবার প্রয়োজনীয় খাবার ও অন্য জিনিসপত্র নিয়ে রওনা হন তারা। রাতে মানাওয়ার শহরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে মঙ্গলবার পরীক্ষা শুরুর ঠিক আগে কেন্দ্রে পৌঁছান। ১৫ বছর বয়সী আশীষ বলেছে, ‘আমি ক্লাস টেনে পড়ছি এবং পরীক্ষা দিতে আমার বাবার সঙ্গে সাইকেলে করে এসেছি।’ এনডিটিভি, ডেইলি হান্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।