Inqilab Logo

শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পাপিয়ার মতো অপকর্মকারীরা যেন দলে না ঢোকে: ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২০, ৬:৫১ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলের নাম ভাঙিয়ে কেউ যেন কোনো অপকর্ম করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। পাপিয়ার মতো কোনো অপকর্মকারীদের দলে অনুপ্রবেশ যেন না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। দুই-একজনের অপকর্মের জন্য সংগঠনের অনেক অর্জন ম্লান হতে পারে।
বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে যুব মহিলা লীগ আয়োজিত এক আলোচনায় সভায় ওবায়দুল কাদের এ সব কথা বলেন। তিনি তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

প্রতিষ্ঠালগ্ন থেকে বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন হিসেবে মাঠে ময়দানে জোরালো ভূমিকা পালন করে আসা যুব মহিলা লীগের সাংগঠনিক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘দলের দুঃসময়ে রক্তচক্ষু উপেক্ষা করে যুব মহিলা লীগের কর্মীরা লড়াকু ভূমিকা পালন করেছে। হরতাল-অবরোধসহ রাজপথের আন্দোলনে এ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ছিল লক্ষ করার মতো।’

এক-এগারো পরবর্তী সময়ে নেত্রীর মুক্তি আন্দোলনে যুব মহিলা লীগের সাহসী এবং নির্ভীক ভূমিকা কথা স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, ‘সে সময়ে নেত্রীর মুক্তির জন্য ২৫ লাখ স্বাক্ষর সংগ্রহ অভিযানে যুব মহিলা লীগের অবদান ছিল সবচেয়ে বেশি। আপনারা জানেন যে, যে কোনো অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনার অবস্থান অত্যন্ত কঠোর এবং স্পষ্ট। দলের নাম ভাঙিয়ে কেউ যেন কোনো অপকর্ম করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। প্রশ্রয় দেওয়া যাবে না কোনো ধরনের সংগঠনবিরোধী কর্মকাণ্ড। পাপিয়ার মতো কোনো অপকর্মকারীদের অনুপ্রবেশ যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। দুই-এক জনের অপকর্মের জন্য সংগঠনের অনেক অর্জন ম্লান হতে পারে।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি মহাসচিব দেশে স্বাস্থ্যখাত আর রাজনীতিতে নাকি শুধু দুর্যোগ দেখতে পাচ্ছেন। আসলে দুর্যোগ তাদের মানসিকতায়। বিএনপির রাজনীতিতে পারস্পরিক অবিশ্বাস আর হতাশার দুর্যোগ চলছে। আন্দোলনে নির্বাচনে ব্যর্থ হয়ে আজ তারা আছে গভীর হতাশায়। দেশের মানুষের সঙ্গে যাদের সম্পর্ক নেই, সংকটে মানুষের পাশে না দাঁড়িয়ে তারা এখন স্বেচ্ছায় গৃহবন্দি। মিডিয়ায় চিরাচরিত মিথ্যাচারই এখন তাদের একমাত্র কাজ। তারা দিনের আলোতেও আঁধার দেখে, পূর্ণিমায় দেখে আমাবস্যার অমানিশা। অন্ধের হাতি দেখার মতো বিএনপি চারদিকে দুর্যোগ দেখতে পাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর সমালোচিত সিদ্ধান্ত এবং নেতৃত্ব যে কোনো সংকটকে সম্ভাবনায় রূপ নেয়। করোনা শুধু বাংলাদেশের নয় এটি একটি বৈশ্বিক সংকট। সকল দেশেই এ সংকট উত্তরণে হিমশিম খাচ্ছে, বাংলাদেশ নানা সীমাবদ্ধতা নিয়ে কাজ করছে এবং এরইমধ্যে প্রধানমন্ত্রীর তৎপরতা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।’

সরকার নিজ উদ্যোগে অনিয়ম উদঘাটন করে তার বিরুদ্ধে শেখ হাসিনার সরকার অভিযান পরিচালনা করছে। সরকার কোনোকিছু ধামাচাপা দেয়নি, অপরাধীদের দলীয় পরিচয়ও খোঁজেনি বলেও দাবি করেন ওবায়দুল কাদের

যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মারুফা আক্তার পপি।

আলোচনা সভা সঞ্চালনা করেন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ