বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আড়াইহাজার উপজেলা সংবাদদাতা: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি বিয়েবাড়িতে হামলায় দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। সংঘর্ষে ভাঙচুর করা হয় গোপালদী পৌরসভার মেয়রের গাড়ি। প্রায় এক ঘণ্টা অবরুদ্ধের পর পুলিশ তাকে উদ্ধার করে। শুক্রবার পোনে ২টায় বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী গ্রামে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, গোপালদী পৌরসভার মেয়র এম এ হালিম শিকদারের মামাতো ভাই রামচন্দ্রদী গ্রামের দুলাল মিয়ার সঙ্গে বিশনন্দী গ্রামের রিপন মিয়ার মেয়ে সোনিয়া আক্তারের বিয়ে হয় গতকাল শুক্রবার দুপুরে। তবে বিয়ের আগে দুপুর ১২টার দিকে বিশনন্দী গ্রামের রুহুল ও রনি সহ ১০-১২ জন গিয়ে বিয়ে বন্ধ রাখতে বলে। এর মধ্যে দুপুর পৌনে ২টার দিকে বরপক্ষ চলে আসে যেখানে বরযাত্রী হিসেবে মেয়র হালিম শিকদারও উপস্থিত ছিলেন। বিয়ের পর ২টার দিকে আবারও হুমকি দেওয়া হয় বরযাত্রীদের। শুরু হয় কনে ও বরপক্ষের লোকজনদের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ। চলে ২ ঘন্টা ব্যাপী। ওই সময়ে মেয়রকে অবরুদ্ধ করে রাখা হয়। ভাঙচুর করা হয় তার গাড়ি সহ কনের বাড়িতে থাকা বিয়ের আসববাপত্র ও অন্য জিনিসপত্র।
কনের বাবা রিপন মিয়া জানান, সকালে রনি ও রুহুলসহ আরো কয়েকজন এসে বিয়েতে এসে বাধা দেয়। পরে দুপুরে বরপক্ষ আসলে বিয়ে পড়ানো হয়। কিন্তু এর পরেই শুরু হয় হামলা। তিনি আরো জানান, রুহুল আমার মেয়েকে বিয়ে করতে চেয়েছিল। আমি দিতে রাজি হয়নি। তাই এই হামলা চালায়।
সংঘর্ষে পুলিশের কনস্টেবল হুমায়ূনসহ স্থানীয় মনির, কাউসার, আউয়াল, হক মিয়া, জজ মিয়া, শামীম, আবু সাইদ, মান্নানসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নরসিংদীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আরো কয়েকজন পুলিশ সদস্যের আহতের খবর জানা গেলেও তাদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। এলাকায় চরম উত্তেজানা বিরাজ করছে।
আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ কমপক্ষে ৪০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। বিকেল ৫টার পর দিকে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে। সংঘর্ষে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।