বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সুন্দরগঞ্জ উপজেলা সংবাদদাতা : জঙ্গিবাদ চাই না, আমরা শান্তি চাই। আমার শাসন আমলে জঙ্গিবাদ ছিল না এবং কোন লোক মারাও যায়নি। ধর্মের নামে যারা জঙ্গি ও সন্ত্রাসবাদ করছে জনগণকে সাথে নিয়ে তাদের দমন করতে হবে। রক্তপাতের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আর সে কারণেই জনগণ আবার আমাদের ক্ষমতায় দেখতে চায়। প্রধান মন্ত্রীর বিশেষ দূত ও সাবেক প্রেসিডেন্ট আলহাজ হুসেইন মুহম্মদ এরশাদ গত বৃহস্পতিবার গাইবান্ধায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে রংপুর যাওয়ার পথে রাত ৮টায় বামনডাঙ্গা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক পথসভায় উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, মানুষ পরিবর্তন চায়, কিসের পরিবর্তন চায়? ক্ষমতার পরিবর্তন। আগামী সংসদ নির্বাচনে আপনারা জাতীয় পার্টির প্রার্থীকে নির্বাচিত করবেন। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী একজন শিক্ষিত লোক এবং টকশোতে ভালো ভালো কথা বলেন। তিনি সুন্দরগঞ্জ উপজেলার একজন ভালো মানুষ, তাকেই আমি আগামী নির্বাচনে মনোনয়ন দিব। পথসভায় তার সফর সঙ্গী ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, রংপুর জেলা সভাপতি ও সাবেক এমপি মোফাজ্জল হক মাস্টার, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শাহরিয়ার আসিফ, রংপুর মহানগর আহŸায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব এসএম ইয়াসির, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ও উপজেলা সভাপতি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। জাপা বামনডাঙ্গা ইউনিয়ন সভাপতি রেজাউল হক রেজার সভাপতিত্বে এ পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা জাপার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবুল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক কওছর আজম হান্নু, দপ্তর সম্পাদক রাকীব মোঃ হাদীউল ইসলাম, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতা জিল্লুর রহমান, বামনডাঙ্গা ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মুক্তি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।