পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীতে পৃথক দুঘর্টনায় স্কুলছাত্রীসহ তিন জনের মৃত্যু হয়েছে। গতকাল যাত্রাবাড়ী, আজিমপুর ও খিলগাঁও এলাকায় ঘটনাগুলো ঘটে।
নিহতরা হলেন- মাসুদ হোসেন (৪৫), বাবলু (১৮) ও মারিয়া (১২)। তাদের মধ্যে মাসুদ বাসের ধাক্কায় নিহত হন। আর মারিয়া পানিতে ডুবে এবং বাবলু ভবন থেকে পড়ে মারা যান। নিহত মাসুদ চাঁদপুর সদর উপজেলার কল্লানদি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তিন মেয়ে ও স্ত্রীকে নিয়ে ডেমরা কোনাপাড়া এলাকায় থাকতেন। মাসুদ পেশায় ব্যবসায়ী ছিলেন।
নিহত মাসুদের চাচাতো ভাই আলমগীর হোসেন জানান, ধোলাইপারে লোহা ও প্লেনসিটের ব্যবসা করতেন মাসুদ। গতকাল সকালে নিজের মোটরসাইকেল নিয়ে বাসা থেকে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আহত হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার এসআই শামসুল আলম জানান, শনির আখড়া দনিয়া কলেজের সামনে ঠিকানা পরিবহনের একটি বাস পিছন থেকে তার মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়। আর চালককেও আটক করা হয়।
এদিকে, গতকাল দুপুরে খিলগাঁওয়ে শেখের জায়গা এলাকায় পুকুরের পানিতে ডুবে মারিয়া (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত শিশুটি তার পরিবারের সাথে খিলগাঁও শেখের জায়গা বাজার এলাকায় থাকতো। তার বাবা মামুন মিয়া জানান, খিলগাঁওয়ে শেখের জায়গা জামে মসজিদের পাশের একটি পুকুরে গোসল করতে গিয়ে মারিয়া পানিতে ডুবে যায়। প্রতিবেশীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মারিয়া স্থানীয় একটি স্কুলে ৩য় শ্রেণিতে পড়তো।
এদিকে, একই দিন বিকেলে রাজধানীর আজিমপুর ছাপড়া মসজিদ এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে বাবলু (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নির্মাণাধীন ভবনের ম্যানেজার মোস্তফা কামাল জানান, বাবলু রাজমিস্ত্রি, নির্মাণাধীন ২০তলা ভবনে থেকে কাজ করতেন। গতকাল ভবনটির ১৫তলায় কাজ করার সময় নিচে পড়ে যায়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেলে পৌনে ৫টায় মৃত ঘোষণা করেন। তার বাড়ি গাইবান্ধায়। ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, লাশগুলোর ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।