পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীতে পৃথক সড়ক দুঘর্টনায় প্রাণ হারিয়েছেন অজ্ঞাত নারী ও ফয়সাল কবির নামের এক ব্যক্তি। গতকাল ভোরে বিমানবন্দর ও বুধবার রাতে উত্তরা এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। নিহত ফয়সাল পাবনা সদর উপজেলার গোপালপুর কাচারি পাড়া গ্রামের শফিউল হকের ছেলে। তিনি পরিবার নিয়ে উত্তরা ৬ নম্বর সেক্টরে থাকতেন এবং বায়িং হাউজের ব্যবসা করতেন।
বিমানবন্দর থানার এসআই মো. মশিউর আলম জানান, নিহত ফয়সাল গতকাল ভোরে একাই প্রাইভেটকার চালিয়ে বিমানবন্দরের পদ্মা অয়েলের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় পদ্মা অয়েলের সামনে থামিয়ে রাখা একটি কার্গো পরিবহনকারী গাড়ির পিছনে সজোরে ধাক্কা দিয়ে তিনি নিজেই গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টায় তার মৃত্যু হয়।
এদিকে উত্তরা পূর্ব থানার এসআই পলাশ চন্দ্র সরকার জানান, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে উত্তরা ৬ নম্বর সেক্টরের রাজ্জাক স্কুলের সামনে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন অজ্ঞাতনামা নারী। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় তিনি মারা যান। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।