বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোরে কৃষক সংগ্রাম সমিতি ৭ দফা দাবিতে মানববন্ধন করেছে। গতকাল প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধনের শ্লোগান ছিলো ‘কৃষি ও কৃষকের সমস্যায় মুলত জাতীয় সমস্যা’। মানববন্ধন থেকে পাটের প্রতিমণ মুল্য ন্যুনতম ৩ হাজার টাকা নির্ধারণ, পাট শিল্প বিরাষ্ট্রীয়করণ বাতিল, কৃষিভিত্তিক শিল্প আধুনিকায়ন ও জাতীয়করণসহ উত্থাপিত দাবি মেনে নেয়ার আহবান জানানো হয়। মানববন্ধন চলাকালে বক্তরা বলেন, কৃষকরাই এদেশের প্রাণ, অথচ তাদের স্বার্থকে প্রাধান্য দেয়া হয়না। বেশির ভাগ ক্ষেত্রেই তাদের স্বার্থের পরিপন্থী সিদ্ধান্ত নেয়া হয়। কৃষিভিত্তিক শিল্প গড়ে না তোলা এবং পাটকল বিরাষ্ট্রীয়করণের চেষ্টা তারই প্রমাণ। বাংলাদেশ কৃষক সংগ্রাম কমিটির যশোর জেলার সহ-সভাপতি সোহরাব উদ্দিন মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সমীরণ বিশ্বাস,দপ্তর সম্পাদক জাকির হোসেন মাস্টার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।