Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

অবশেষে কর্মস্থলে ফিরলেন আবুধাবি বিমানবন্দরে আটকা ২৯ যাত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২০, ১১:৪৪ এএম

অবশেষে আবুধাবি এয়ারপোর্টে আটকে থাকা ২৯ জন বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী অবশেষে এয়ারপোর্ট থেকে বের হয়ে স্ব স্ব কর্মস্থলে ফিরে গেছেন। মঙ্গলবার রাত দুইটায় বাংলাদেশ বিমানের বিজি ২৭ ফ্লাইট মোট ৪২ জন যাত্রী নিয়ে আবুধাবি এয়ারপোর্টে অবতরণ করে। এদের মধ্যে মাত্র ১২ জন যাত্রী ইমিগ্রেশন শেষ করে আবুধাবিতে ঢুকতে পারলেও নানা জটিলতায় ২৯ জন যাত্রী আটকে যান।

আটকেপড়া ২৯ যাত্রীর ব্যাপারে দফায় দফায় দূতাবাস কর্তৃপক্ষ, বিমান বাংলাদেশ ও এয়ারপোর্টে আটকে থাকা যাত্রীদের সাথে যোগাযোগ করে। এক পর্যায়ে বিমানের আবুধাবির আঞ্চলিক ব্যবস্থাপক ২৯ জন যাত্রীকে বুধবার (১৯ আগস্ট) ভোর রাতের ফ্লাইটে দেশে ফিরে নেবার ব্যবস্থা চূড়ান্ত বলে জানান।

আমিরাতে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূতসহ কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টায় দফায় দফায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগের ফলে আবুধাবি কর্তৃপক্ষ আটকে পড়া যাত্রীদের করোনা টেস্ট করায়। সাথে সাথে করোনা টেস্টের ফলাফল নেগেটিভ হলে ২৯ জন যাত্রীকে আবুধাবিতে প্রবেশের অনুমতি পাবার আশ্বাস পাওয়া যায়।

অবশেষে করোনা টেস্ট করার ১০ ঘণ্টা পরে সকলের রেজাল্ট নেগেটিভ আসলে আজ বুধবার ভোর চারটার সময় আটকে থাকা ২৯ জন যাত্রী আবুধাবিতে প্রবেশের অনুমতি পান।



 

Show all comments

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কর্মস্থল

২ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ