Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২০, ১২:০২ এএম

ভিসা নিষেধাজ্ঞা
বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘনে জড়িত সরকারগুলোকে বৈষয়িক সুবিধা প্রদানের অভিযোগে হুয়াওয়েসহ চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানের বেশ কিছু কর্মকর্তা-কর্মচারীর ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপের ফলে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার সম্পর্কের আরো অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। তবে ঠিক কোন কোন কর্মকর্তাদের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হলো তা মার্কিন প্রশাসনের পক্ষ থেকে উল্লেখ করা হয়নি বলে খবরে বলা হয়েছে। জাস্টআর্থ নিউজ।


অল্পের জন্য
অবতরণের আগ মুহ‚র্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী এয়ার ফোর্স ওয়ানের বিমানে একটি ছোট ড্রোন প্রায় আঘাত হানতে বসেছিল। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রেহাই পেয়েছে ট্রাম্পকে বহনকারী সেই বিমান। খবরে বলা হয়, রোববার হলুদ ও কালো রঙয়ের ক্রস আকৃতির একটি বস্তু এয়ার ফোর্স ওয়ানের বিমানের সামনের ডান দিকে আসে। তবে এটি দেখতে ড্রোনের মতো হলেও ড্রোন কিনা সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বøুমবার্গ।


ফিলিপাইনে ভ‚মিকম্পে
করোনাভাইরাসের মহামারির মধ্যে আবারও শক্তিশালী ভ‚মিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৬। মঙ্গলবার সকাল ৫ টা ৩৩ মিনিটের দিকে এই কম্পন অনুভ‚ত হয়। স¤প্রতি সেখানে কয়েকবার এ ধরণের ভ‚মিকম্পন হয়। জানা গেছে, রাজধানী ম্যানিলা থেকে ৪৫১ কিমি দক্ষিণ পূর্বে ছিল এই কম্পনের কেন্দ্রস্থল। ভ‚-পৃষ্ঠের ১০ কিমি গভীরে আঘাত হানে এই ভ‚মিকম্প। ভলকানো ডিসকাভারি, এনডিটিভি।


চতুর্থ ধনী
বিশ্বের চতুর্থ ধনীর তালিকায় নাম লেখালেন সফল উদ্যোক্তা এলন মাস্ক। সদা স্পষ্টভাষী এই মানুষটি মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স এবং টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। সম্পদ কমার কোনো লক্ষণ নেই বরং সময়ের সঙ্গে সঙ্গে অর্জন বাড়ছে তার। সোমবার তার প্রতিষ্ঠান টেসলার শেয়ারের দাম ১১ শতাংশ বৃদ্ধি পাওয়ার পরই বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তির তালিকায় নাম উঠে আসে। ইন্টারনেট।


এক দাবাড়ু
রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে বিশ্ব সেরা দাবাড়ুর সাথে তুলনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে চীন, উত্তর কোরিয়া ও তুরষ্কের প্রেসিডেন্টকে একই সারির খেলোয়াড় বলে উল্লেখ করেছেন ট্রাম্প। সোমবার উইসকনসিনের এক জনসমাবেশে ট্রাম্প বলেন, দেখুন একটা জিনিস আমি জেনেছি তা হলো, পুতিন,চীনা প্রেসিডেন্ট শি জিন পিং, তুর্কি প্রেসিডেন্ট এরদোগান সবাই বিশ্ব সেরা দাবা খেলুড়ে। স্পুটনিক নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ