মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ক্রিস্টোফার নোলান পরিচালিত ‘টেনেট’ শিগগিরই বড়পর্দায় মুক্তি পাচ্ছে। এ সিনেমার অন্যতম আকর্ষণ এলিজাবেথ ডেবিকি। সেই অভিনেত্রী আগামীতে আসছেন প্রয়াত ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়ানার চরিত্রে।
ভ্যারাইটির এক প্রতিবেদনে জানা যায়, নেটফ্লিক্সের জনপ্রিয় ড্রামা সিরিজ ‘দ্য ক্রাউন’-এর পঞ্চম ও ষষ্ঠ সিজনে এলিজাবেথকে এই ভ‚মিকায় দেখা যাবে।
গত রোববার এক টুইটে অভিনেত্রী বলেন, ‘প্রিন্সেস ডায়ানার মেজাজ, তার কথা বলা ও আচার-আচরণ অনেক মানুষের হৃদয়ে এখনো জলজ্যান্ত। এ রকম চমৎকার একটি সিরিজে তার চরিত্রে অভিনয়ের ডাক পেয়ে আমি সত্যি সৌভাগ্যবতী ও সম্মানিত অনুভব করছি।’
নেটফ্লিক্সের এই হিট সিরিজে ব্রিটিশ রাজ পরিবারের বিভিন্ন সময়কাল ফুটিয়ে তোলা হচ্ছে। এর শুরু ১৯৪০-এর দশকের শেষভাগ ও ১৯৫০-এর দশকের শুরুর দিকের কাহিনি দিয়ে। যেখানে রানি এলিজাবেথ ও প্রিন্স ফিলিপের বিয়ে ও তাদের প্রথম দিকের জীবনী দেখা যায়।
তৃতীয় সিজন মুক্তি পায় ২০১৯ সালে। পরের সিজন এখনো মুক্তি পায়নি। সেখানে ১৯৬১ সালে জন্ম নেওয়া প্রিন্সেস ডায়ানার চরিত্রে দেখা যাবে এমা করিনকে। শেষ দুই সিজনের জন্য নতুন অভিনেতা-অভিনেত্রীর তালিকা প্রকাশ করা হয় গত বৃহস্পতিবার। সেখান থেকে আরও জানা যায়, প্রিন্স ফিলিপ হচ্ছেন জোনাথান প্রাইস। সূত্র : বিবিসি/দ্য টেলিগ্রাফ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।