মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
স্বাস্থ্য নিয়ে গুঞ্জনের মধ্যেই হাসপাতালে গিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। সোমবার সকালে রাজধানী টোকিও’র একটি হাসপাতালে যান জাপানের প্রধানমন্ত্রী। আবের একজন সহযোগী এটিকে ‘একদিনের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা’ বলে বর্ণনা করেছেন। এমন এক সময় আবে কেইও বিশ্ববিদ্যালয় হাসপাতালে গেলেন, যার মাত্র একদিন আগে সাবেক অর্থমন্ত্রী আকিরা আমারি এক টেলিভিশন প্রোগ্রামে বলেছিলেন যে, প্রধানমন্ত্রীর কিছু টেস্ট করাতে হবে। আমারি আবে’র ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। ৬৫ বছর বয়সী আবে প্রতি ছয় মাস অন্তর হাসপাতালে স্বাস্থ্য চেকআপ করাচ্ছিলেন। এর আগে সবশেষ ১৩ জুন হাসপাতালে গিয়েছিলেন আবে। হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, জুনের চেকআপের অতিরিক্ত টেস্ট হিসেবেই হাসপাতালে গেছেন জাপানি প্রধানমন্ত্রী। অপরদিকে বিবিসির এক খবরে বলা হয়, জাপানের অর্থনীতির এ যাবতকালের সবচেয়ে বড় পতন হয়েছে। এপ্রিল থেকে জুন পর্যন্ত এ বছরের দ্বিতীয় চতুর্ভাগে সেখানে জাতীয় প্রবৃদ্ধি গত বছরের একই সময়ের তুলনায় পতন হয়েছে শতকরা ২৭.৮ ভাগ। বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশ জাপানে এই রেকর্ডের পতন খুব দ্রুত হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ এই পতনকে ত্বরান্বিত করেছে। করোনা সঙ্কট শুরুর আগে থেকেই কম অর্থনৈতিক প্রবৃদ্ধির বিরুদ্ধে লড়াই করছিল জাপান। এনএইচকে, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।