বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও অমাবশ্যার জোয়ের প্রভাবে রবিবার সকাল থেকে আজও বিস্তীর্ন উপকুল জুড়ে থেমে থেমে হালকা মাঝারি এবং ভাড়ি বৃষ্টিপাতসহ দমকা হাওয়া বইছে। এর প্রভাবে সমুদ্র বেশ উত্তাল হয়ে আছে।
উত্তাল ঢেউয়ের সাথে বাতাসের গতি বেড়ে যাওয়ায় গভীর সমুদ্রে মাছ ধরা বন্ধ রেখে শত শত ট্রলার মৎস্য বন্দর মহিপুরের শিববাড়িয়া নদীতে আশ্রয় নিয়েছে।
স্বাভাবিক জোয়ারের চেয়ে পানির উচ্চতা তিন থেকে চার ফুট বৃদ্ধি পেয়েছ। এর ফলে বেড়িবাধের বাইরে নিন্মাঞ্চল এবং চরাঞ্চল তলিয়ে গেছে।মহিপুরের নিজামপুর, সুধীরপুর,কমরপুরে বেড়িবাঁধ ঝুকিতে রয়েছে, কলাপাড়ার লালুয়া চাড়িপাড়া এলাকার বিধ্বস্ত বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে তিনটি গ্রাম প্লাবিত।
এদিকে বৈরী আবহাওয়ার প্রভাবে পায়রা সমুদ্র বন্দর এলাকায় তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।