বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলে যমুনাসহ সকল নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চতুর্থ দফা বন্যাতঙ্কে ভুগছে লোকজন। ধলেশ্বরী ও বংশাই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বাসাইল, কালিহাতী, টাঙ্গাইল সদর ও মির্জাপুর উপজেলার হাজার হাজার পরিবার এখনো পানিবন্দি রয়েছে। পানির নিচে রয়েছে অনেক রাস্তাঘাট। ফলে চলাচলে বেড়েছে দুর্ভোগ। খাদ্য সহায়তা না পাওয়ার অভিযোগও রয়েছে অনেক পরিবারের।
এছাড়াও যে সমস্ত এলাকায় পানি নেমে গেছে সে সমস্ত এলাকায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনো অনেক লোকজন গৃহে ফিরতে পারেনি। বাঁধ বা উঁচু স্থানেই মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।
বন্যায় টাঙ্গাইলের দশটি উপজেলার কৃষি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। জেলায় ১৮ হাজার ১শত ২৪ হেক্টর জমির ধান, পাট, তিল, আখ, লেবু, শাক-সবজি, বীজতলাসহ বিভিন্ন ধরনের ফসল বন্যার পানিতে তলিয়ে রয়েছে। এসব ফসল হারিয়ে কৃষকরা চরম বিপাকে পরেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।