Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতি নেটিজেনদের বিনম্র শ্রদ্ধা

শাহেদ নুর | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২০, ৯:০৯ এএম

১৫ আগস্ট। জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। বৈশ্বিক মহামারী করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে যথাযথ মর্যাদা এবং ভাবগাম্ভীর্যে শ্রদ্ধার সাথে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ দিবসটি পালন করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বইছে শোকের ছায়া। দিনটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে নেটিজেনরা।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তার ফেইসবুক পেইজে একটি ভিডিও শেয়ার করে লিখেন, ‘আজ ১৫ই আগস্ট, সেই আলোর আকাশে মন খারাপের কালো মেঘ; পুরনো ক্ষতের দাগ। যে ক্ষত আজও বয়ে বেড়ায় বাতাস- ছাপ্পান্ন হাজার বর্গমাইল!’

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফেইসবুক পেইজে লিখেন, ‘তিনি দেখেছিলেন বাঙালির মুক্তির স্বপ্ন। তাঁর স্বপ্ন ছিল অসাম্প্রদায়িকতার, মানুষের অধিকারের, শোষণের অবসানের। স্বাধীনতার আকাঙ্ক্ষায় জাগিয়ে তুলেছিলেন কোটি মানুষকে। রক্তের অক্ষরে পৃথিবীর মানচিত্রে লিখেছিলেন নতুন রাষ্ট্রের নাম। ধানমন্ডির বাড়িতে বুকের রক্ত ঢেলে তাঁকে চলে যেতে হলো। পথভ্রষ্ট কিছু হত্যাকারী শারীরিকভাবে তাঁকে হত্যা করেছে। কিন্তু তিনি বেঁচে আছেন ইতিহাসে, বাঙালির এগিয়ে যাওয়ার অদম্য উদ্যোগে।’

আপন চৌধুরী লিখেন, ‘জাতির পিতা স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের পতাকা ও স্বাধীনতা এনে দিয়েছেন । তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশের মানুষের উন্নয়নে পিতার আদর্শ বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন । জাতীয় শোক দিবসে গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসায় স্বরণ করছি বিশ্ব রাজনীতির মহাকবি বাঙালীর মহানায়ক বঙ্গবন্ধুকে ।’

চিত্রনায়িকা ববি হক লিখেন, ‘নিজের পিতার মৃত্যুশোক যেখানে ভুলতে পারিনি, সেখানে দেশ ও জাতির পিতা'র নৃশংস হত্যার বেদনা, আমরা ভুলতে দেবনা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।’

হাবিবুর রহমান লিখেন, ‘এই বাংলার আকাশ- বাতাস, সাগর- গিরি ও নদী, ডাকিছে তোমারে বঙ্গবন্ধু। ফিরিয়া আসিতে যদি......’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় শোক দিবস

১৫ আগস্ট, ২০২২
১৫ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ