প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : আগামী ১২ আগস্ট বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমা ‘নিয়তি’। জাকির হোসেন রাজুর পরিচালনায় এখানে প্রথমবারের মতো জুটি হয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ ও নায়িকা জলি। আব্দুল্লাহ জহির বাবুর গল্প ও চিত্রনাট্যে জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে চলচ্চিত্রটির ব্যবসায়িক অংশীদারিত্ব করছে ভারতে ইসকে মুভিজ। সিনেমাটি এরইমধ্যে কলকাতায় দর্শকদের মন জয় করেছে। এর গান, অভিনয়, অ্যাকশন বেশ প্রশংসিত হয়েছে। বর্তমানে সিনেমাটির ব্যাপক প্রচার-প্রচারণায় ব্যস্ত রয়েছেন শুভ ও জলি। বিভিন্ন টিভি চ্যানেল ও এফএম রেডিওর অনুষ্ঠানে অংশ নেয়ার পাশাপাশি তারা যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে। ঢাকা-কলকাতার যৌথ প্রযোজনার এই সিনেমাটি নিয়ে এপারের দর্শকদের আগ্রহ ছিল অনেক। দেশের প্রায় শতাধিক সিনেমা হলে মুক্তি পাবে সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধর আব্দুল আজিজ। প্রসঙ্গত, গত ১০ জুন ভারতের ৮৩টি হলে একযোগে মুক্তি পায় এটি। মুক্তির পরপরই ‘নিয়তি’ ভারতীয় দর্শকের কাছে প্রশংসিত হয়। এ প্রসঙ্গে জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজ বলেন, প্রত্যাশা থাকলেও সিনেমাটি নিয়ে এক ধরনের শঙ্কাও ছিল। শুটিং, ডাবিং, এডিটিংসহ বাংলাদেশের পাত্র-পাত্রী নিয়ে নির্মিত সিনেমাটি ওপার বাংলায় কতটা গ্রহণযোগ্যতা পাবে- এরকম শঙ্কা কাজ করেছিল। তবে সব সংশয়কে ভুল প্রমাণ করে ভারতে শুভযাত্রাই হয়েছে ‘নিয়তি’র। ভারতে মুক্তির প্রথম দিনের প্রথম শো থেকে সন্তোষজনক ফলাফল ছিল। গল্প, গান এবং লোকেশনের পাশাপাশি আরিফিন শুভ এবং জলির অভিনয়েরও প্রশংসা করেছেন দর্শক। আশা করছি, আমাদের দেশেও চলচ্চিত্রের প্রদর্শনীতে ভাল দর্শক সমাগম হবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।