রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নাগেশ্বরী (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা
নাগেশ্বরী পৌরসভার ৩ নং ওয়ার্ডের পুর্ব সাঞ্জুয়ারভিটা রাস্তা উঁচু ও পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল শুক্রবার সকাল ১০ টায় ওই রাস্তায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে সকল শ্রেণি পেশার প্রায় পাঁচ শতাধিক পুরুষ- মহিলা। নাগেশ্বরী ‘ক’ শ্রেণির পৌরসভা হলেও দীর্ঘ ১৯ বছরেও এ গ্রামগুলোর রাস্তার উন্নয়ন হয়নি। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন ঈমান আলী, আবুল হোসেন, আশরাফ আলী, লিটন মিয়া, শহিদুল ইসলাম, আনিছুর রহমান স্বপন প্রমুখ। উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড কাউন্সিলর জামাল উদ্দিন। বক্তারা বলেন পৌরসভার নাগরিক হিসেবে যথারীতি পৌর কর দিলেও তারা তেমন কোন সুবিধা পায় না। নাগেশ্বরী ‘ক’ শ্রেণির পৌরসভা হলেও তাদের চলাচলের একমাত্র এ কাঁচা রাস্তাটি আজ পর্যন্ত পাকা করা হয়নি। এমনকি পৌর আমলে একবারও সংস্কার না হওয়ায় রাস্তাটির মাটি ক্ষয়ে নিচু হয়ে গেছে। সামান্য বৃষ্টিতে পানি জমে কাঁদা হয়। কাঁদা জলে মাখামাখি হয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যায়। ঘন বৃষ্টিতে বেশি কাঁদা হলে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয় কোমলমতি শিক্ষার্থীরা। গত কয়েক বছর থেকে রাস্তাটি বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় এর অবস্থা আরও নাজুক হয়ে পড়েছে। চলতি বন্যায় রাস্তার উপর দিয়ে প্রায় তিন ফুট উচ্চতায় পানি প্রবাহিত হওয়ায় অবরুদ্ধ হয়ে পড়ে এটি ধরে চলাচলকারী পুর্ব সাঞ্জুয়ারভিটা, সেনপাড়া, অন্তাইপাড়, নগরবাড়ী ও পাটেশ্বরী গ্রামের দুই সহ¯্রাধিক মানুষ। চলাচলের এ দুর্ভোগ থেকে মুক্তি চায় তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।