রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বাগেরহাট জেলা সংবাদদাতা
বাগেরহাটের মোরেলগঞ্জে শেখ রিয়াদ হোসেন (৩০) নামে এক যুবককে গলা, হাত ও পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে মোড়েলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের খলিফাবাড়ির সামনে দরগার খাল থেকে ভাসমান অবস্থায় পুলিশ রিয়াদের লাশ উদ্ধার করে। পুলিশ এই হত্যাকা-ে জড়িত কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি। রিয়াদ হোসেন উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের খারইখালি গ্রামের শেখ সিদ্দিকুর রহমানের ছেলে। সে পেশায় মাছ ব্যবসায়ী। নিহতের স্ত্রী মাসুমা বেগম বলেন, গত বুধবার সকালে পেশাগত কাজে বাড়ি থেকে বের হন। ওই দিন অনেক রাত হলেও বাড়িতে না ফেরায় তার মুঠোফোনে বার বার চেষ্টা করেও পাওয়া যায়নি। পরদিন সব আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। ওই দিন থেকেই তিনি নিখোঁজ ছিলেন। গতকাল শুক্রবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। মোড়েলগঞ্জের পাঁচগাঁও পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন বলেন, স্থানীয় লোকজন খলিফাবাড়ির সামনে দরগার খালে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহতের পরিবার রিয়াদকে সনাক্ত করেছে। তার গলা, দুই হাত ও বাম পায়ের রগ কাটা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।