রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা
দিনাজপুরের ফুলবাড়ীতে গত বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার এহেতেশাম রেজার নেতৃত্বে টাস্কফোর্সের অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। এ সময় মাদক বহন ও সেবনের দায়ে শহীদুল ইসলাম (২৯) ও জসিম উদ্দিন ওদু (৩২) নামে দুজনকে আটক করে সাজা প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্ত জসিম উদ্দিন উপজেলার দক্ষিণ বাসুদেবপুর বুড়াবন্দর এলাকার আব্দুল জোব্বারের ছেলে ও শহীদুল ইসলাম রাজারামপুর ফকিরপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে। ফুলবাড়ী থানার ওসি মোকছেদ আলী বলেন, উপজেলা নির্বাহী অফিসার এহেতেশাম রেজার নেতৃত্বে পুলিশ, বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর, যৌথভাবে পৌরশহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিকেল ৪টায় ঢাকা থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন তল্লাশি করা হয়। এরপর পৌরশহরের ছোট যমুনা ব্রিজের পশ্চিম পার্শ্বে বিখ্যাত মাদক ব্যবসায়ী গামার দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫০ পুরিয়া হিরোইন, ১১টি ইয়াবা ট্যাবলেট ও দেড় লিটার দেশী মদ জব্দ করা হয়। এ সময় ইয়াবা বহনের দায়ে জসিম উদ্দিন (৩২)-কে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৬ মাসের সাজা প্রদান করেন টাস্কফোর্সের নির্বাহী ম্যাজিস্ট্রেট এহেতেশাম রেজা। এছাড়াও দেশী চোলাই মদ সেবনের দায়ে শহীদুল ইসলাম (২৯)-কে আটক করে ১ মাসের সাজা প্রদান করেন টাস্কফোর্সের নির্বাহী ম্যাজিস্ট্রেট। টাস্কফোর্সের অভিযানের খবর পেয়ে সিরাজুল ইসলাম গামা পলাতক থাকায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। টাস্কফোর্সের অভিযানে বিজিবি, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দিনাজপুর-এর পরিদর্শক গোলাম রব্বানীসহ তার সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।