Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবশেষে মাগুরা শহর দীর্ঘদিন পর যানজট মুক্ত

প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

মাগুরা জেলা সংবাদদাতা

মাগুরা পুলিশ ও পৌরসভার প্রশংসীয় পদক্ষেপে মাগুরা শহর দীর্ঘদিন পর জানজট মুক্ত হয়েছে। মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনাল নবযৌবন ফিরে পেয়েছে। বর্তমানে ঢাকারোড, ভায়না মোড়, চাওলিয়া স্টান্ড এ কোন বাস না থামায় এলাকা নতুন রূপ ধারণ করেছে। মাগুরা পুলিশ ও পৌর মেয়র এ এ পদক্ষেপকে এলাকার মানুষ স্বাগত জানিয়েছে। কয়েক যুগ ধরে বাস মিনিবাস মালিক গ্রুপের কাছে অজ্ঞাত কারণে প্রশাসন জিম্মি থাকায় মাগুরা শহর জানজটে জর্জরিত ছিল। পথচারীরা দুর্বিষহ যন্ত্রণা ভোগ করে আসছিল। এ সমস্যা সমাধানে প্রশাসন কয়েক বছর ধরে মিটিং করে বহুবার জানজট নিরসনের সিদ্ধান্ত নিলেও তা বাস্তবায়ন সম্ভব না হওয়ায় জনগণ যন্ত্রণা ভোগ করে আসছিল। মাগুরার পুলিশ সুপার ও মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল এ জানজট নিরসনে বাস ট্রাক মালিকদের সকল প্রকার তদবির উপেক্ষা করে কোন অবস্থাতেই অবৈধভাবে বাস দাঁড়িয়ে যাত্রী ওঠানামায় কঠোর অবস্থান গ্রহণ করায় এ সমস্যা সমাধান সম্ভব হয়েছে। বর্তমানে বাসগুলো টার্মিনালে ঢোকায় প্রায় বন্ধ হয়ে যাওয়া বাস টার্মিনাল আবার নব যৌবন ফিরে পেয়েছে। জমজমাট হয়ে দোকান পাট আবার সচল হয়ে উঠেছে। ফলে ব্যবসায়ীরা তাদের বেচাকেনা বৃদ্ধি পাওয়ায় সুদিন ফিরে এসেছে বলে মনে করছে। পরিবহন সেক্টরে শৃংখলা ফিরে আসায় দুর্ঘটনার ঝুঁকিও কমে এসেছে। ইতিপূর্বে শৃংখলা না থাকায় যত্রতত্র যাত্রীবাহী বাস থেমে যাত্রী ওঠানামা করানোয় জানজটে এলাকায় জনমানুষের চলাচল দুর্বিষহ হয়ে উঠেছিল। সব সময় এলাকায় জানজট লেগেই থাকতো। স্কুল-কলেজের ছাত্রছাত্রীসহ পথচারীরা নিদারুন সমস্যা ভোগ করে আসছিল। তাছাড়া বাস থামার কারণে সেখানে গড়ে উঠেছিল রাস্তা জুড়ে দোকানপাট। যাতে রাস্তা সংকোচন হয়ে আরো দুর্ভোগ বৃদ্ধি পেয়েছিল। সব সময় এলাকা জানজটে পরিপূর্ণ থাকায় ট্রাফিক পুলিশ ও নানান সমস্যার সম্মুখীন হয়ে যারপরনাই কষ্ট করে আসছিল। জানা গেছে এক শ্রেণীর বাস মালিক আবার পূর্বের ন্যায় ঢাকা রোডে ও ভায়না মোড়ে বাস থামিয়ে যাত্রী ওঠানামা করানোর জন্য নানান তদবির এবং তৎপরতায় উঠে পড়ে লেগেছে। এলাকা মানুষ আশংকা করছে প্রশাসন আগের মত তাদের কাছে আবার অত্মসমর্পণ করবেনাতো। তবে জেলা আইনশৃংখলা কমিটি প্রতিদিন যত্রতত্র বাস না থামানোর জন্য প্রচারণা অব্যাহত রেখেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অবশেষে মাগুরা শহর দীর্ঘদিন পর যানজট মুক্ত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ