Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে ২২ ভূমিহীন পরিবারকে উচ্ছেদ করে জমি দখল চেষ্টার অভিযোগ

প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

ঢাকার সাভার উপজেলার কাউন্দিয়ায় ২২টি ভূমিহীন পরিবারকে উচ্ছেদ করে জমি দখলেও চেষ্টার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। পাঁচকানি এলাকায় ভূমিহীন পরিবাররা মাটি ভরাট করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল। কিন্তু সম্প্রতি সদ্য নির্বাচিত চেয়ারম্যান শান্ত ও স্থানীয় আজিজ ভেন্ডারের নজর পরে ভূমিহীনদের ওই জায়গার উপর। তাদের উচ্ছেদ করে জমি দখলের চেষ্টা করছে চক্রটি। তবে চেয়ারম্যান আতিকুর রহমান খান শান্ত বলেন, আজিজ ভেন্ডার কিভাবে তাদের (ভূমিহীনদের) উচ্ছেদ করার চেষ্টা করছে তা আমি জানি না। তবে ভূমিহীনদের ওই জমি নিয়ে বির্তক রয়েছে। তিনি বলেন, সাবেক চেয়ারম্যান সাইফুল আলম খান ভূমিহীন হিসেবে যাদের থাকতে দিয়েছে তাদের প্রত্যেকের কাছ থেকে এক লাখ করে টাকা নিয়েছে। যেটা সম্পূর্ণ অবৈধ। তিনি আরো বলেন, সম্প্রতি দেড় শতাধিক ভূমি হীনের তালিকা করে তিনি সাভার উপজেলায় জমা দিয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করে সাবেক চেয়ারম্যান সাইফুল আলম খান বলেন, পাঁচকানি এলাকায় তিনি ২০/২২টি ভূমিহীন পরিবারকে থাকার জন্য সরকারের খাস জমি দিয়েছেন। তারা নিজেরাই বালু ভরাট করে ঘর বানিয়ে বসবাস করছে দীর্ঘদিন ধরে। জমি দেয়ার বিনিময়ে তিনি একটি টাকাও কারও কাছ থেকে নেননি। তবে আজিজ ভেন্ডারের বাড়ি ভূমিহীনদের ওই বাড়ির পাশেই। তাই তাদের উচ্ছেদ করে জমিটি দখলে নিলে তার সুবিধা হবে। তিনি বলেন, আমার সুনার খুন্ন করার জন্য ভূমিহীনদের কাছ থেকে টাকা নিয়েছি এমন অপপ্রচার চালানো হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাভারে ২২ ভূমিহীন পরিবারকে উচ্ছেদ করে জমি দখল চেষ্টার অভিযোগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ