বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়নাতদন্ত ছাড়া দাফন করায় কবর থেকে উত্তোলন করা হয়েছে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত আখিরুল ইসলামের (২২) লাশ। গত তিন দিন আগে তিনি মারা যান। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের চরইটালুকান্দা গ্রাম থেকে লাশটি উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নবিরুল ইসলাম।
রৌমারী থানার ওসি আবু মো.দিলওয়ার হাসান ইনাম জানান, লাশটি ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠানো হবে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে বাংলাদেশের কয়েকজন গরু ব্যবসায়ী সীমান্ত পার হয়ে ভারত যান। সীমান্তের ১০৫২-৫৩ মেইন পিলার এলাকা দিয়ে আসার পথে আসামের আলগা ক্যাম্পের টহলরত বিএসএফ জোয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আখিরুল ইসলাম ভারতের বিএসএফের গুলিতে নিহত হন। পরে তার সঙ্গীরা লাশ উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই দাফন করেছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।