Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রের আহতদের এন্তার অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২০, ১১:২৪ এএম

যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রের ঘটনায় আহত ১৪জন ২৫০বেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের এন্তার অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে।

হাসপাতালের বেডে যন্ত্রণায় ‘আহা উহু’ করছে আহত কিশোররা। তাদের কথা কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারিরাই বেধড়ক পিটিয়ে আহত করেছেন। খাবারের ব্যাপারে প্রতিবাদ করায় কথাকাটাকাটির জেরই এই ঘটনা।

হাসপাতালে চিকিৎসাধীন কিশোর উন্নয়ন কেন্দ্রের ঈশান জানায়, কেন্দ্রের লোকজন আমাদের লাঠিপেটা করে। হাসপাতালে আহতদের স্বজন ও সাংবাদিকদের কথা বলতে দেওয়া হচ্ছে না।

হাসপাতাল মর্গে নিহত ৩ কিশোরের লাশ ময়না তদন্তের অপেক্ষায় আছে। তাদের স্বজনরা এসে লাশ গ্রহণ ও প্রশাসনের কাছে কিশোর উন্নয়ন কেন্দ্রের কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দেবেন বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিযোগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ