Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্টার্ন চিকিৎসক ভাতা ১৫ হাজারে পুনঃ নির্ধারণ

প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সরকারি হাসপাতালে কর্মরত ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ১০ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকায় পুনঃ নির্ধারণ করা হয়েছে। চলতি মাস থেকেই এই ভাতা কার্যকর হবে। গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের ইস্যুকৃত এক স্মারকপত্রে জানানো হয়, এর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্ধ ২০১৬-২০১৭ অর্থবছরের বাজেটে নিশ্চিত করা হবে। উল্লেখ্য, বর্তমান সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর পূর্বের ৬ হাজার ৫০০ টাকা ইন্টানর্শিপ ভাতা বৃদ্ধি করে ১০ হাজার টাকায় উন্নীত করা হয়। চলতি মাস থেকে সেই ভাতা আরো বাড়িয়ে ১৫ হাজার টাকায় উন্নীত করা হলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্টার্ন চিকিৎসক ভাতা ১৫ হাজারে পুনঃ নির্ধারণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ