Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুবা ক্যাম্পে ৪৫

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

মাসখানেক আগেই বিসিবির গেম ডেভোলাপমেন্ট কমিটি করেছিল এমন ছক। আগামী যুব বিশ্বকাপকে লক্ষ্য করে যুব দল গড়তে চার সপ্তাহের আবাসিক স্কিল ক্যাম্প শুরু করতে যাচ্ছে বিসিবি। সাভারের বিকেএসপিতে অন‚র্ধ্ব-১৯ দলের এই প্রাথমিক ক্যাম্পে ডাক পেয়েছেন ৪৫ ক্রিকেটার। ১৫ জন করে নিয়ে তাদের তিন ভাগ করা হয়েছে। গতপরশু রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায় ফিটনেস ক্যাম্প শুরুর আগে ১৫ থেকে ১৯ আগস্টের মধ্যে এদের সকলের কোভিড-১৯ পরীক্ষা করানো হবে। পরীক্ষায় নেগেটিভ আসা ক্রিকেটারদের নিয়ে ২৩ আগস্ট থেকে শুরু হবে ক্যাম্প। চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ে নিজেদের মধ্যে ভাগ হয়ে আটটি প্রস্তুতি ম্যাচও খেলবে তারা।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ