বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কক্সবাজার সদরের খরুলিয়া বাজার এলাকায় ইয়াবা বিক্রির সময় গণধোলাইয়ের শিকার এক ইয়াবা ব্যবসায়ী থানা হেফাজতে মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে ।
তবে পুলিশের দাবি, আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সে মারা যান।
এ ঘটনায় কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবিরকে প্রত্যাহার করা হয়েছে। তাকে কক্সবাজার থেকে প্রত্যাহার করে সিলেট রেঞ্জের সংযুক্ত করা হয়েছে।
এই তথ্যটি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ ইকবাল হোসেন।
মারা যাওয়া নবী হোসেন (৩৮) নামের ওই ইয়াবা ব্যবসায়ী সদরের বাংলা বাজার পশ্চিম মুক্তারকুল এলাকার মৃত আব্দু শুক্কুরের ছেলে।
ইতোপূর্বে সোমবার ১০ আগস্ট দুপুরে খরুলিয়া বাজার এলাকায় ইয়াবা বিক্রি করার সময় স্থানীয় লোকজন তাকে আটক করার চেষ্টা করলে সে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
এসময় তার ধারালো অস্ত্রের আঘাতে উপস্থিত টমটম চালক সাহাবুদ্দিনসহ কয়েকজন আহত হন। পরে তাকে ধাওয়া করে গণধোলাই দেয় উত্তেজিত জনতা।
ওই সময়ে তাঁর শরীরে তল্লাশি চালিয়ে ধারালো অস্ত্রসহ নগদ এক লাখ আটাশ হাজার টাকা ও ১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ঝিলংজা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিপু সুলতান বলেন, খবর পেয়ে স্থানীয়রা সদর থানা পুলিশকে খবর দেয়। সদর থানার এসআই অঞ্জনের নেতৃত্বে পুলিশের একটি টিম ওই ইয়াবা ব্যবসায়ীকে উদ্ধার করে নিয়ে যান। তখন সে সুস্থ ছিল বলে জেনেছি।
সদর মডেল থানার ওসি (তদন্ত) খাইরুজ্জামান বলেন, ইয়াবা ব্যবসায়ীকে গণধোলাই দিয়ে আটক করে রাখার খবর পেলে পুলিশ ইয়াবা ব্যবসায়ীকে আহত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসে। সকালে সে অসুস্থতা বোধ করলে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি বলেন তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তার বিরুদ্ধে আরো দুটি মামলা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডাক্তার শাহিন মোঃ আব্দুর রহমান সাংবাদিকদের বলেন, হাসপাতাল থেকে একটু বাহিরে আছি, পুলিশের আনা ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় নাকি হাসপাতালে আনার আগে মারা গেলেন তা জেনে বলতে হবে।
এদিকে এ ঘটনায় কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোঃ শাহজাহান কবিরকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ ইকবাল হোসাইন বলেন, তাকে সিলেট রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।