Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাদেজার স্ত্রীর সঙ্গে তর্ক করে অসুস্থ হয়ে হাসপাতালে পুলিশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২০, ৫:৫৭ পিএম

করোনার এই সময়ে স্বাস্থ্যবিধির মধ্যে সবচেয়ে প্রাথমিক হলো মাস্ক। কিন্তু অনেকেই সেটার তোয়াক্কা না করে ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী বের হলেন। রাস্তায় পুলিশ গাড়ি আটকাল। তারপর এমনই তর্ক জুড়েছিলেন, হাঁসফাঁস করতে করতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হল উল্টো ওই পুলিশ সদস্যকে।

মঙ্গলবার রাতের ঘটনা। রাজকোটে পুলিশ যে গাড়িটি আটকেছিল, তাতে জাদেজাই ছিলেন স্ত্রীর সঙ্গে। তবে ভারতীয় গণমাধ্যমের খবর, জাদেজার মুখে মাস্ক ছিল। ছিল না তার স্ত্রী রিভাদার। স্থানীয় সময় রাত ৯টার দিকে কিষানপাড়া চক নামক স্থানে গাড়ি আটকে দেন নারী কনস্টেবল সোনাই গোসাই।

মাস্ক না পরায় শাস্তি হিসেবে জরিমানার কথা তুলেছিলেন নারী কনস্টেবল। এরপরই তর্কে জড়িয়ে পড়ে জাদেজা দম্পত্তি। জাদেজা অবশ্য পুলিশের কাছে অভিযোগ করেছেন, ওই নারী কনস্টেবল খুব বাজে আচরণ করেছেন তাদের সঙ্গে।

‘টাইমস অব ইন্ডিয়া’র খবর, ভীষণ তর্কাতর্কির পর অসুস্থ হয়ে পড়েন পুলিশ কনস্টেবল গোসাই। পরে তাকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের ডেপুটি কমিশনার মনোহারসিং জানিয়েছেন, দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ তুলেছেন। তবে কোনো মামলা হয়নি।

ডেপুটি কমিশনার বললেন, ‘কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ পাইনি। যতটুকু জানতে পেরেছি, জাদেজা মাস্ক পরেছিলেন। কিন্তু তার স্ত্রী সম্ভবত মাস্ক পরিহিত ছিলেন না।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ