প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবসকে সামনে রেখে প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন প্রকাশ করতে যাচ্ছে বরাবরের মতো এবারও রবীন্দ্রনাথের গান নিয়ে বেশ কয়েকটি অডিও অ্যালবাম। রবীন্দ্রনাথের বর্ষার গান নিয়ে শিল্পী মকবুল হোসেনের অডিও অ্যালবাম ‘মেঘের ছায়ায়’। অ্যালবামটির সঙ্গীত পরিচালনা করেছেন দুর্বাদল চট্টোপাধ্যায়। অ্যালবামটিতে ১০টি গান রয়েছে। উল্লেখযোগ্য কয়েকটি হলো ছায়া ঘনাইয়াছে বনে বনে, মন মোর মেঘের সঙ্গী, বাদল দিনের প্রথম কদম ফুল, শ্রাবণের ধারার মত, আজ শ্রাবণের আমন্ত্রণে ইত্যাদি। শিল্পী আঁখি বৈদ্য নিয়ে এসেছে রবীন্দ্রনাথের গান নিয়ে অডিও অ্যালবাম ‘সে আমার গোপন কথা’। অ্যালবামটির সঙ্গীতায়োজনে ছিলেন দুর্বাদল চট্টোপাধ্যায়। অ্যালবামটিতে রবীন্দ্রনাথের ১০টি জনপ্রিয় গান রয়েছে। উল্লেখযোগ্য কয়েকটি গান হলো তুমি কোন ভাঙনের পথে এলে, সে আমার গোপন কথা, সেই ভালো সেই ভালো, কাহার গলায় পরাবি গানের রতন হার, চোখের আলোয় দেখেছিলাম ইত্যাদি। শিল্পী হ্যাপী দাশের কণ্ঠে রবীন্দ্রনাথের গান নিয়ে প্রথম একক অডিও অ্যালবাম ‘মন উড়েছে উুড়–ক না রে’। অ্যালবামটির সঙ্গীতায়োজন করেছেন দুর্বাদল চট্টোপাধ্যায়। মহাদেব ঘোষের সার্বিক তত্ত¡াবধানে অ্যালবামটিতে রবীন্দ্রনাথের ১০টি গান রয়েছে। উল্লেখযোগ্য কয়েকটি গান হলো বড় আশা করে, প্রাণ চায় চক্ষু, সখী ভাবনা কাহারে কয়, যদি জানতেম, শ্যামল ছায়া ইত্যাদি। অজয় মিত্রের সঙ্গীতায়োজনে তাঁরই কণ্ঠে গাওয়া রবীন্দ্রনাথের গান নিয়ে একক অডিও অ্যালবাম ‘শ্রাবণ দিনে’। অজয় মিত্রের সাথে সহ শিল্পী হিসেবে একটি গানে কণ্ঠ দিয়েছেন মৃদুলা সমদ্দার। অ্যালবামটিতে রবীন্দ্রনাথের নয়টি গান রয়েছে। উল্লেখযোগ্য কয়েকটি গান হলো- একি গভীর বাণী, আমার প্রিয়ার ছায়া, মোর ভাবনারে, ভেবেছিলেম আসবে, আজি শ্রাবণ ঘন, বর্ষণ মন্দ্রিত ইত্যাদি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।