Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেসন বর্ন

প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ঔপন্যাসিক রবার্ট লুডলাম সৃষ্ট চরিত্র অবলম্বনে পল গ্রিনগ্রাস পরিচালিত অ্যাকশন-থ্রিলার ‘জেসন বর্ন’। ‘ক্যাপ্টেন ফিলিপ্স’ (২০১৩), ‘গ্রিন জোন’ (২০১০), ‘দ্য বর্ন আল্টিমেটাম’ (২০০৭), ‘ইউনাইটেড নাইন্টিথ্রি’ (২০০৬), ‘দ্য বর্ন সুপ্রিমেসি’ (২০০৪) এবং ‘বøাডি সানডে’ (২০০২) গ্রিনগ্রাস পরিচালিত চলচ্চিত্র। এটি বর্ন সিরিজের পঞ্চম এবং ম্যাট ডেমনকে সরাসরি জেসন বর্ন ভূমিকায় নিয়ে চতুর্থ চলচ্চিত্র।
সিআইএ’র বø্যাকব্রায়ার অপারেশনের মুখোশ উন্মোচনের এক দশক পর জেসন বর্ন (ম্যাট ডেমন) এখনও পলাতক জীবনযাপন করছে। সবচেয়ে শক্তিশালী বিপথগামী এজেন্ট হিসেবে এজেন্সি এখনও তার খোঁজে আছে। এজেন্সির ডিরেক্টর রবার্ট ডিউয়ি (টমি লি জোন্স) বিশেষ করে তার সন্ধান করছে। এই মিশনে কাজ করছে হেথার লি (অ্যালিশিয়া ভিকেন্দার) নামে এক দক্ষ হ্যাকার। বর্ন এখন স্মৃতি ফিরে পেয়েছে, সে রিকজাভিকে অবৈধ কুস্তি লড়ে জীবন চালায়। নিকি পারসনের (জুলিয়া স্টাইলস) সঙ্গে তার যোগাযোগ হয়। নিকি জানায় সব মনে করতে পারা মানে সব জানা নয়। নিকি জেসনের আসল পরিচিতি সম্পর্কে সিআইএ মেইনফ্রেম হ্যাক করে কিছু তথ্য পায়। কিন্তু সিআইএ তাদের অবস্থান জেনে ফেলে। গ্রীসে দাঙ্গা চলার সময় তাদের ওপর আততায়ী হামলা চালায়। নিকি নিহত হয়। বর্ন তার কাছ থেকে কিছু তথ্য নিয়ে নিজের সম্পর্কে আরও তথ্য জানতে পারে। ডিউয়ির সঙ্গে তার যোগাযোগ হয়। ডিউয়ি তাকে জানায় আসল সত্য জানার আগে তার জীবনে শান্তি আসবে না। সেই কৌতূহল নিয়ে বর্ন তার বাবার পরিচয়ের কাছাকাছি পৌঁছে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেসন বর্ন

৫ আগস্ট, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ