পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের এক কর্মকর্তাসহ দু’জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থার পাবনা সমন্বিত জেলা কার্যালয়েল উপ-সহকারি পরিচালক মোহাম্মদ শাহজাহান বাদী হয়ে এ মামলা করেন। মামলার আসামিরা হলেন, সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ ও ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের প্রকল্প পরিচালক ডা.কৃষ্ণ কুমার পাল এবং মেসার্স বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোং’র মালিক মো.জাহের উদ্দিন সরকার। তাদের বিরুদ্ধে কেনাকাটার নামে পরষ্পর যোগসাজশে সরকারের অন্তত: ৩০ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ আনা হয়েছে এজাহারে।
মামলায় দন্ডবিধির ৪০৯/১০৯ ধারা, ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২), (৩) ধারা প্রয়োগ করা হয়। গত রোববার মামলাটি দায়ের করা হয়েছে মর্মে জানান দুদক পরিচালক (জনসংযোগ) প্রণব ভট্টাচার্য।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।