Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

প্রায় এক মাস পর সিলেটে নামলো সরাসরি লন্ডন-সিলেট ফ্লাইট : করোনা ধরা পড়েনি ১১৬ যাত্রীর

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২০, ৬:০৬ পিএম

সকল জল্পনা কল্পনার অবসান হলো প্রায় একমাস পর। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করলো বিমানের লন্ডন-সিলেট-লন্ডনের সরাসরি ফ্লাইট। ১১৬ যাত্রী নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে আজ সোমবার সকাল সাড়ে ১০টায় বিমানের বিজি-২০২ ফ্লাইটটি অবতরণ করে সিলেটে। এ উপলক্ষ্যে বিমানবন্দরে এক সংক্ষিপ্ত সভাও অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম, লে. কর্নেল কামাল পাশা পিএসি, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, আটাব গণতান্ত্রিক ঐক্য ফ্রন্ট ও আব্দুল জব্বার জলিল ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল জব্বার জলিল, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপনা পরিচালক হাফিজ আহমদ চৌধুরী, বিমানবন্দরে বিমান ও সিভিল এভিয়েশনের প্রতিনিধি ছাড়াও আর্মড ফোর্সেস ডিভিশনের প্রতিনিধিরা ছিলেন উপস্থিত। এসময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট জেলা ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদার জানান, লন্ডন থেকে সোমবার সকালে সরাসরি সিলেটে আসা ফ্লাইটটিতে সিলেটের ৬৫ জন এবং ঢাকার ৫১ জন যাত্রী ছিলেন। বিমানটি এক ঘন্টা অবস্থানের পর ছেড়ে যায় ঢাকায় উদ্দেশ্যে। ওই বিমানে সিলেট থেকে আরো ৩৪ জন যাত্রী ঢাকায় গেছেন বলে জানান তিনি। সূত্র জানায়, যে সব যাত্রী করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে এসেছেন, নিজ নিজ গন্তব্যে চলে যাবেন তারা। আবার যাদের সার্টিফিকেট নেই, তাদেরকে পাঠনো হবে আইসোলেশন সেন্টারে। তবে লন্ডন থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে ওসমানী বিমানবন্দরে। সকলেরই করোনা নেগেটিভ সার্টিফিকেট এবং শারীরিকভাবে সুস্থ থাকায় কাউকে আইসোলেশনে নিতে হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ। এদিকে, সিলেট বিমানবন্দরে অবতর হওয়া বিদেশী ফ্লাইটের কোন যাত্রীর শরীরে করোনার উপসর্গ ধরা পড়লে তাদের পাঠানো হবে আইসোলেশনে। আইসোলেশনের জন্য নির্ধারণ করা হয়েছে সিলেট নগরীতে হোটেল ফরচুন গার্ডেনকে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ