রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
এমএ ছালাম, মহাদেবপুর (নওগাঁ) থেকে
কাশবনের শুভ্র-সাদা কাশফুলের নাচন দেখলেই মানুষ ধরে নিত গ্রামের প্রকৃতি সেজেছে নবরূপে। শুভ্র-সাদা কাশফুলগুলো এ সময় শুধু যে প্রকৃতিতেই পরিবর্তন নিয়ে আসত এমন নয়, বরং প্রকৃতি মাতিয়ে মানুষের মনেও ব্যাপক পরিবর্তন সাধন করত এ কাশফুল। এ সময় গ্রাম-বাংলার মানুষরা যেন ভিন্ন রকম এক অনুভূতি অনুভব করতেন। এরকম কতইনা দৃশ্য নিকট অতীতেও দেখা গেছে বর্ষার শেষের দিনগুলোতে। শরতের শুরুর আগে বর্ষার শেষ দিনগুলো এলেই গ্রাম-বাংলার ঝোড়-জঙ্গল, রাস্তা-ঘাট, বিল-খাড়ি ও নদীর দুইধারসহ আনাচে-কানাচে শোভা পেত কাশফুলের মন মাতানো নাচানাচি। কাশবনের ফুলগুলো দোল খেত একটার সাথে আর একটা। এ সময় অজান্তেই মানুষের মনে ভিন্ন রকম আনন্দের ঝিলিক বয়ে যেত। মহাদেবপুরসহ নওগাঁর বরেন্দ্র এলাকাগুলোতে এ সময়ের সেই চিরচেনা দৃশ্য এখন আর চোখেই পড়ে না। কালের আবর্তে হারিয়ে গেছে কাশবন। এখন গ্রাম-বাংলায় বিচ্ছিন্নভাবে থাকা যে কয়টি কাশফুল চোখে পড়ে সেগুলোও হারিয়ে যাচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে প্রয়োজনের তাগিদেই মানুষ ঝোপঝাড়, বনজঙ্গল ও অন্যান্য পতিত জায়গাগুলো কেটে কৃষি জমি সম্প্রসারণ করাসহ ব্যবসা প্রতিষ্ঠান এবং আবাসিক এলাকা গড়ে তুলেছেন। এতে প্রকৃতিতে অপরূপ শোভাদানকারী কাশবনসহ গ্রাম-বাংলার অনেক ঐতিহ্যবাহী ও মন মাতানো দৃশ্যগুলো হারিয়ে যাচ্ছে। মানুষ একটু সচেতন হলেই কাশবনসহ গ্রাম-বাংলার চিরচেনা ঐতিহ্যগুলো হারিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।