Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঝিনাইদহে নৈশকোচে ডাকাতি ৫ লাখ টাকার মালামাল লুট আহত ৫

প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা
ঢাকা থেকে দর্শনাগামী রয়েল পরিবহনের একটি নৈশকোচে গতকাল বৃহস্পতিবার ভোরে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। যাত্রীবেশি ডাকাত দল অস্ত্রের মুখে বাস যাত্রীদের জিম্মি করে নগদ অর্থসহ ৫ লাখ টাকার মালামাল লুট করে। এ সময় ডাকাতিতে বাধা প্রদান করলে বাসের ৫ যাত্রীকে পিটিয়ে আহত করা হয়। আহতদের মধ্যে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু, জাপানভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের  প্রোগ্রাম অফিসার হাফিজুর রহমান ও কালীগঞ্জ শহরের শহীদ নুর আলী কলেজের এক শিক্ষিকাসহ বেশ কয়েকজন ব্যবসায়ী রয়েছেন। বাসের যাত্রী হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার হাফিজুর রহমান জানান, যাত্রীবেশে ৬/৭ জনের একদল ডাকাত ঢাকা থেকে টিকিট নিয়ে বাসে উঠে। বাসটি বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে রওনা দিলেও দৌলদিয়া-পাটুরিয়া ঘাটে জ্যাম থাকায় দীর্ঘক্ষণ অপেক্ষার পর রাত ১টার দিকে ফেরি পার হয়। ভোর সাড়ে তিনটার দিকে বাসটি ঝিনাইদহের তেঁতুলতলা নামক স্থানে পৌঁছালে ডাকাতরা প্রথমে অস্ত্রেমুখে বাসের ড্রাইভারকে পিটিয়ে আহত করে বাস নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এ সময় তারা যাত্রীদের এলোপাগাড়ি মারপিট শুরু করে। এরপর যাত্রীদের কাছে থাকা ২টি ল্যাপটপ, মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে কালীগঞ্জ উপজেলার আগমুন্দিয়া নামক স্থানে নেমে পড়ে। বাসযাত্রীরা অভিযোগ করেন, ডাকাত দলের সদস্যরা মহিলা যাত্রীদের সাখে অশ্লীল আচরণ করে। বাসটি ঢাকা থেকে কালীগঞ্জ হয়ে চুয়াডাঙ্গার দর্শনায় যাওয়ার কথা থাকলেও ডাকাতরা রুট পরিবর্তন করে বাসটি যশোর মহাসড়কের দিকে নিয়ে যায়। কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম ডাকাতি কথা স্বীকার করে জানান, ঘটনার পর পুলিশ সেখানে গিয়ে উপস্থিত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। আমরা বাসের সুপারভাইজারকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি। তার কাছ থেকে  যাত্রীবেসে ডাকাত দলের ক্রয়কৃত টিকিটের কপি সংগ্রহ করেছি। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঝিনাইদহে নৈশকোচে ডাকাতি ৫ লাখ টাকার মালামাল লুট আহত ৫
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ