যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান মিল্টন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে যুক্ত হলেন
যুক্তরাষ্ট্র বিএনপির তিন নেতাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলেন
করোনা মহামারীতে বিদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের চাকরি হারিয়ে দেশে ফেরার সংখ্যা দিন দিন বাড়ছে। করোনার কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোর অর্থনীতি বড় ধরণের ধাক্কা লাগছে। বিভিন্ন কোম্পানীতে কাজ না থাকায় অভিবাসী কর্মীদের ছাঁটাই অব্যাহত রয়েছে। প্রত্যাগত প্রবাসী কর্মীদের অনেকেই অভিবাসন ব্যয়ের টাকাও তুলতে না পেরে পরিবার পরিজন নিয়ে পথে বসছে। বিভিন্ন দেশে কাজ না থাকায় আরো অনেকেই দেশে ফেরার অপেক্ষায় রয়েছে। বিমান বন্দরে প্রত্যাগত একাধিক কর্মী এসব তথ্য জানিয়েছে।
আজ রোববার হযরত শাহজালালা (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দর প্রবাসী কল্যাণ ডেস্ক সূত্র জানায়, গত রাত ৮ টা ৫০ মিনিটে মধ্যপ্রাচ্যের শারজাহ থেকে ফ্লাইট (জি-৯-৫১১) যোগে ১৯৩ জন যাত্রী দেশে পৌঁছে। এদের মধ্যে করোনায় চাকরি হারিয়ে দেশে ফিরেছে ১৬০ জন কর্মী। রাত ১২ টায় মালয়েশিয়া থেকে ফ্লাইট ( এ কে-৭১) যোগে ১২৩ জন প্রবাসী কর্মী চাকরি হারিয়ে খালি হাতে দেশে ফিরেছে। ভোর ৪ টা ৪০ মিনিটে মধ্যপ্রাচ্য থেকে ফ্লাইট (টি কে-৭১২) যোগে ২২৬ জন যাত্রী দেশে পৌঁছেছে। এদের মধ্যে ৫০ জন প্রবাসী কর্মী চাকরি হারিয়ে দেশে ফিরেছে। আজ সকাল ৮ টায় ফ্লাইট (বি জি-১৪৮) যোগে ২৪১ জন কর্মী চাকরি হারিয়ে দেশে ফিরেছে। দুপুরে রিয়াদ থেকে আরো একটি ফ্লাইট যোগে প্রবাসী কর্মীদের ঢাকায় পৌঁছার কথা।
প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।