Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ সঙ্গীতশিল্পী লুইপার জন্মদিন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২০, ১১:০৯ এএম

আজ সঙ্গীতশিল্পী লুইপা’র জন্মদিন। জন্মদিন নিয়ে বিশেষ কোন পরিকল্পনা নেই তার। পারিবারিকভাবেই জন্মদিনটি পালন করবেন বলে লুইপা জানান। লুইপা বলেন, আমি গাইতে এবং শুনতে ভালোবাসি। পরিপূর্ণভাবে আমি একজন সঙ্গীতশিল্পী। এক জীবনে অনেক কিছু চাওয়ার বা পাওয়ার স্বপ্ন নেই আমার, সঙ্গীতের প্রতি শ্রদ্ধা, ভালেবাসা, আরাধনা রেখেই জীবনকে আরো পরিপূর্ণ করে তুলতে চাই। জন্মদিনে সবার দোয়া চাই, আশীর্বাদ চাই। এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপা। তার বিভিন্ন মৌলিক গান, কাভার সং’-এ তার গায়কীর প্রশংসা করেছেন রুনা লায়লা, কুমারবিশ^জিৎ, তপন চৌধুরী, কনকচাঁপা’সহ দেশের আরো অনেক কিংবদন্তী সঙ্গীতশিল্পীরা। তারা লুইপা’র মাঝে সত্যিকারের একজন সঙ্গীতশিল্পীকে পেয়েছেন যার গানে রয়েছে অদ্যম ভালোবাসা, আরাধনা এবং সর্বোপরি ভালো ভালো গান শ্রোতা-দর্শককে উপহার দেবার প্রবল চেষ্টা। লুইপা’র সর্বশেষ প্রকাশিত গান অনুপম’ থেকে ‘তুমি মোর জীবনের ভাবনা’। তার গাওয়া মৌলিক গান ‘জেন্টলম্যান’ এরইমধ্যে ইউটিউবে প্রায় সত্তর হাজার ভিউয়ার্স উপভোগ করেছেন। লুইপা’র নিজস্ব ইউটিউব চ্যানেল ‘লুইপা অফিসিয়াল’র এরইমধ্যে ৮৩ হাজারের বেশি সাবস্ক্রাইবড হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে তা এক লক্ষ’তে পরিণত হবে, এমনটাই আশা করছেন লুইপা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লুইপা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ